আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম নতুন বিভাগীয় শহর রংপুর - কি কি দেখলাম................................................পর্ব ৩

আমরা অপমান সইবনা ভীরুর মত ঘরের কোনে রইব না...। মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ রংপুরে যে কয়টা বিনোদন কেন্দ্র রয়েছে তারমধ্যে অন্যতম হচ্ছে তাজহাট জমিদার বাড়ির প্রত্নতত্ব জাদুঘর। রংপুর শহর থেকে ৩ কি:মি: দূরে তাজহাটের ছায়া ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত জাদুঘরটি। জমিদার বাড়ীর মূল ভবনটি ঐতিহাসিক এক প্রাচীন নিদর্শন। প্রায় দশ বছর(১৯০৮-১৯১৭) সময় ধরে বিভিন্ন নকশা ও কারুকাজ খচিত ভবনটি নির্মাণ করে রাজা গোবিন্দলাল এর পুত্র মহারাজা কুমার গোপাল লাল রায়।

কথিত আছে, তার মনমুগ্ধকর 'তাজ' বা মুকুটের কারণেই এ এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে। ৭৬.২০ মিটার দৈর্ঘ্য ভবনটি তৈরীতে ব্যবহার করা হয়েছে বিদেশী সাদা মার্বেল পাথর। ১৯৪৭ সালে জমিদার বাড়ীটি পরিত্যক্ত ঘোষনা করে ৫৫ একর জমি সহ এগ্রিকালচার ইনিষ্টিটিউট কে দেওয়া হয়। জদুঘর দেখতে দেশ-বিদেশ এর হাজার হাজার দর্শনার্থী ভীড় করে। জাদুঘরে প্রবেশ ফি দেশী দর্শনার্থীদের জন্য ১০ টাকা এবং বিদেশী দর্শনার্থীদের জন্য১০০ টাকা।

টিকিট কেটে ঢুকতেই মনটা প্রশান্তে ভরে গেলো সাজানো বাগান দেখে। প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ, গাছের সারি . জাদুঘরে নির্দিষ্ট প্রবেশ মূল্য পরিশোধ করে প্রবেশ করা যায়। প্রাসাদ চত্ত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ীর জন্যও নির্দিষ্ট ফি দিতে হবে। প্রাসাদটি প্রায় ২১০ ফুটের মত প্রশস্ত ও চার তলার সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অবয়ব থেকে।

তবে রাজবাড়ী যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হল এর সিঁড়িগুলো। সর্বমোট ৩১ টি সিড়ি আছে যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরী। সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাও একই পাথরে তৈরী। রাজবাড়ীর পশ্চাৎভাগে গুপ্ত সিঁড়ি রয়েছে। এই গুপ্ত সিঁড়ি কোন একটি সুড়ংগের সাথে যুক্ত যা সরাসরি ঘাঘট নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিড়ি টা এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি বড় পুকুর। তবে প্রাসাদের গায়ে নানা রকম নিষেধাঙ্গা বা র্নিদেশনা লিখে এর সৌন্দ্যর্য অনেকাংশে মলিন করে ফেলা হয়েছে। ঘুরে এলাম নতুন বিভাগীয় শহর রংপুর - কি কি দেখলাম......পর্ব ০১ ঘুরে এলাম নতুন বিভাগীয় শহর রংপুর - কি কি দেখলাম......পর্ব ২  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.