আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম নেপাল। দেখে এলাম এভারেস্ট পর্বত খুব কাছে থেকে !

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।
এভারেস্টের কাছাকাছি এর আগেও খুব গেছি। জায়গাটা খারাপ না। ঘুরতে ভালই লাগে। অবসর সময় কাটাতে ঘুরাঘুরির বিকল্প নাই।

ভ্রমন করলে নাকি জ্ঞান বাড়ে। আমার আবার জ্ঞান বুদ্ধির শর্ট আছে ( আব্বাজান বলেছেন !) তাই সময় পেলেই ঘুরে বেড়াই। কবি নজরুল বলিয়াছেন, বিশ্বজগত দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। বিশ্ব এখন আমার আপন হাতের মুঠোয়। গতকাল নেপালের দর্শনীয় স্থানগুলো চষে বেড়ালাম।

অনেক সুন্দর আর বিউটিফুল জায়গা। সব ঘুরে অবশেষে এলাম এভারেস্টের গোড়ায় । খুব কাছে থেকে দেখলাম বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা। দেখে মুগধ হয়ে গেলাম। এখনো এভারেস্টের নয়নাভিরাম দৃশ্য চোখের সামনে ভাসছে।

যেভাবে এলাম এভারেস্টের কাছে অফিসে তেমন কোন কাজ ছিল না। ফাঁকে চামে চামে গুগল সার্চে চলে এলাম। এখান থেকে খোঁজ (দ্যা সার্চ) করলাম নেপালের দর্শনীয় স্থানগুলোর। আশ্চর্য। কোন টাইম মেশিনের দরকার পরেনি।

সেকেন্ডের মধ্যে নেপালের সব দর্শনীয় স্থানে আমি হাজির। এর আগে একবার লর্ডসে গিয়ে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেছিলাম। বিটিভির অনুষ্ঠান ঘোষিকা আমাকে সাথে করে সেই স্টেডিয়ামে নিয়ে গিয়েছিল। উপস্থাপিকার ঘোষণা ছিল এরকম- সূধী মন্ডলী, বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর মধ্যকার টেস্ট খেলাটি কিছুক্ষণের মধ্যে লর্ডসের মাঠে অনুষ্ঠিত হবে। আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি সেই লর্ডসের মাঠে...।

ব্যাস চলে গেলাম সেখানে। ভাগ্য ভাল, সেই ঘোষিকা আবার নিজ দায়িত্বে আমাকে বাসায় পৌছে দিয়ে তিনি নিজস্ব স্টুডিওতে ফিরে এসেছিলেন। যাই হোক- একই কায়দায় না হলেও গুগলের মাধ্যমে সার্চ দিয়ে খুব অল্প সময়েই আমি এভারেস্ট দেখে ফেললাম মনিটরের খুব কাছে থেকে। জুম ইন জুম আউট করে বিভিন্ন সাইজে ছোটবড় করে এভারেস্ট দেখার এ এক অন্যরকম অনুভূতি ! প্রিয় আশেকান ব্লগার, আপনিও অবসরে ঘুরে আসতে পারেন বিশ্বের এরকম কোন দর্শনীয় স্থান হতে। অথবা চলে যেতে পারেন মহাকাশের অন্য কোন গ্রহে নক্ষত্রেও।

গুগলে সার্চ দিয়ে। পাদটিকা (হুমায়ূনীয় স্টাইল) কাজী নজরুল ইসলাম কি ইন্টারনেট ব্রাউজ করতেন ? তা না হলে তিনি কীভাবে বললেন, বিশ্বজগত দেখবো আমি আপন হাতের মুঠোয় (মাউস) পুরে ? দ্র: পোস্টের সাথে দেয়া ইমেজে ব্যাপক + স্থূল কারচূপি রহিয়াছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.