আমাদের কথা খুঁজে নিন

   

পরদেশে পরবাসী

... .... অনেক দিন হল ব্লগে বসতেই পারিনা । পরদেশে এসে এখনো কিছুই গুছিয়ে উঠতে পারিনি , জানিনা আদৌ পারব কিনা । তবে কাজের কাজ যা হয়েছে তা হল আমার বাচ্চা টা কথা বলতে চাইতো না ডাক্তার আগের বার বলেছিল স্পিচ থেরাপি লাগবে এবার যখন আমি বাচ্চা নিয়ে এলমহ্রাস্ট হসপিটালে গেলাম আর আমার বাচ্চা টুইঙ্কেল টুইঙ্কেল কবিতা শুরু করল ডাক্তার বলেছে স্পিচ থেরাপি লাগবে না আমি এতেই অনেক অনেক খুশি । কিন্তু সমস্যা আরও থেকেই গেছে ... আমরা স্বামি-স্ত্রী দুজনই কাজে বাইরে থাকি আর আমার বাচ্চা বাসায় নানীর কাছে থাকে , আর আমি ইন্টারনেট থেকে কিছু লারনিং ভিডিও ডাউনলোড করে দিয়ে ছিলাম ওগুলো দেখে দেখে ও ইংরেজী বলছে কিন্তু বাংলা বলতে চাচ্ছেনা । বাংলা শেখার কোন লারনিং ভিডিও থাকলে তার লিংক দিলে খুব ভাল হতো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।