আমাদের কথা খুঁজে নিন

   

পরদেশে ঈদ....!

লেখাই আমার অনুভূতির অনুবাদ...... : ভাই দাম কত? একথা আর কাউকে জিগ্গেস করা হবেনা এবার। কাউকে জিগ্গেস করা হবেনা 'আমরা গরু, তোরা কি? গরু না ছাগল?' তিন গ্রামের মাঝখানে উচু টিলায় অবস্থিত আর সবুজ ধানক্ষেত বেষ্টিত সেই সবুজ ঈদগাহটাতেও যাওয়া হবেনা এবার! তিন দিক থেকে সাড়ি সাড়ি মানুষের দল কি আসবেনা ঈদগাহে? সেই পবিত্র সুন্দর দৃশ্যের মঞ্চায়ন দেখবেনা আমার চোখ? দেখা হবেনা বছরে মাত্র দুবার দেখা হওয়া ছেলেবেলার সেসব বন্ধুদের সাথে? ঈদের ক্ষুদেবার্তা পাঠানো হবেনা এবার রাতজেগে। ঈদের সাথে সাথে সারা জীবনের জন্য সফলতা কামনা করে পাঠানো ক্ষুদেবার্তাও কি আসবে প্রিয় শুভাশীষদের কাছ থেকে? একই মেসেজ ৫/৬ জনের কাছ থেকে পেয়ে নিজের অজান্তে হেসে উঠব কি এবার? আমার নিজের পাঠানো মেসেজ কপি করে আবার আমাকেই ফরওয়ার্ড করবেনা কেউ? এবার কাচপুর ব্রিজে ৩ ঘন্টা বসে থাকতে হয়নি। বাসে সিট পাওয়ার জন্য বাসা থেকে বের হতে হয়নি সূর্য উঠার আগেই! ঈদের আগের রাত থেকে শুরু করে পুরো ঈদের দিন পর্যন্ত মোবাইলের নেটওয়ার্কও এবার জ্যাম থাকবেনা। 'ঈদে বাড়ি যাচ্ছি' কিংবা 'on the way to home' এইসব টাইপের ফেসবুক স্ট্যটাস ও দেয়া হবেনা এবার। নিভৃতেই কি এবার আসবে ঈদ? আসুক। ঈদের নামাজ পড়তে হবে একাডেমিক বিল্ডিং এর সাত তলায়? 'ঈদের বন্ধ' নামে কোন ছুটি কাটানো হবেনা এবার। আর ঈদের পরদিন পরীক্ষা দেয়ার কথাও ভাবতে হয়েছিল কি কোনদিন? জীবনের সাথে এই আপোষ করেই কি পরবাসী হইনি? তবুও এই হাহুতাশ কেন দমিয়ে রাখা যায়না ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।