আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরের সাথে রাজশাহীর সরাসরি বাস চলাচল বন্ধ

ভালবাস সবাই ভালবাসাকে রাজশাহীর ভদ্রায় নাটোরের বাসে আগুন লাগানো ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে নাটোরের সাথে রাজশাহীর সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এরআগে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ডাকে সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডাকা হলেও সকাল ১০টা থেকে অন্যান্য জেলায় বাস চলাচল করছে। নাটোর,জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সূত্রে জানাগেছে, রাজশাহীর ভদ্রার মোড়ে পরিবহন শ্রমিকরা রোববার বিকালে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক জামিলুর রহমান কবিরের মালিকানাধীন পদ্মা পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়। এ সময় তারা নাটোর মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুলের মালিকানাধীন শামির চয়েস নামের অপর একটি বাসও ভাংচুর করে। এ ঘটনায় রোববার রাতে নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ জরুরী সভায় মিলিত হয়ে ওই ঘটনার প্রতিবাদে সোমবার থেকে অনির্দৃষ্টকালের জন্য বাস ধর্মঘটের সিদ্ধান্ত নেন। পরে আজ সকাল ১০ টায় তা প্রত্যাহার করে অন্যান্য জেলায় বাস চলাচলের ম্বিদ্ধান্ত নিলেও রাজশাহীর সাথে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দায়ী পরিবহন শ্রমীকদের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানান সমিতির নেতারা। নাটোর সমিতির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল বলেন, যাত্রীদের দূর্ভোগের কথা বিবেচনা করে অন্যান্য জেলায় বাস চলাচল স্বাভাবিক করা হলেও রাজশাহীর সাথে সরাসরি বাস চলাচল বন্ধ থাকবে। আমাদের ক্ষতিপূরণ প্রদান এবং দায়ী পরিবহন শ্রমিকদের শাস্তি দিলেই রাজশাহীর সাথে সরাসরি বাস চলাচল করবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.