আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরের উত্তরা গণভবন

উত্তরা গণভবন অবশেষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৫ মে (রবিবার) বিকেলে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নিরাপত্তা উপকরণ প্রতিস্থাপন সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে দশ টাকা দর্শণীর বিনিময়ে সাধারণ মানুষ উত্তরা গণভবন পরিদর্শন করতে পারবেন মর্মে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভা সূত্রে জানা যায়, উত্তরা গণভবন পরিদর্শনের ব্যবস্থা করতে সিসি টিভি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিকটেটর সহ বিভিন্ন নিরাপত্তা উপকরণ, রিসিপশন ডেস্ক এবং গাইডের ব্যবস্থা ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য ইতোমধ্যেই বাজেট প্রনয়নের জন্য গণপূর্ত বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। পরিদর্শনের ব্যবস্থা চালু হলে দর্শনার্থীরা জন প্রতি দশ টাকার টিকিটে ছুটির দিন সহ প্রতিদিন বেলা দুটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত গণভবন পরিদর্শন করতে পারবেন তবে মূল প্রাসাদের ভিতরে দর্শনাথীরা প্রবেশ করতে দেয়া হবে না। জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সুষ্ঠুভাবে কার্যত্রম পরিচালনার জন্য ২১ সদস্যের উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। নাটোরের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান জানিয়েছেন, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নাটোরের উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য উন্মক্ত করার ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.