আমাদের কথা খুঁজে নিন

   

শামসুননাহার হলের বেলুন !

লেখা দেখুন; লেখককে নয় । সকালে ক্যাম্পাস গেসি। ডিপার্টমেন্টের র‍্যালিতে করে মল চত্বর গেলাম। সেখান থেকে অনুষ্ঠান শেষে ফিরতি র‍্যালিতে টিএসসিতে যাইতেসি। ফিরতি র‍্যালিতে আমাদের ঠিক পেছনেই ছিল শামসুন্নাহার হল।

তো ঐ হলের মেয়েরা আবার "বেলুন" (সাধারণ বেলুন) আর ভুভুজেলা নিয়ে গেসিল। আমরা সামনে হইচই,চিল্লাচিল্লি করতেসি। মেয়েরা আর কি করবে, ওদের সঙ্গে হাউজ টিউটররা ছিলেন; তাদের সামনে তো আর চিল্লানো যায় না। তাই ভুভুজেলা বাজানো শুরু করলো। এই দেখে বন্ধুবর বাহারের মাথায় আইলো এক সিরাম আইডিয়া ।

আমরা ৫-৬ জন গলাবাজ একত্র হইলাম । বাহার স্লগান ধরবে, আমরা গলা মেলাবো । বাহারঃ এএএএএএএএ কোনও হল আছেএএএ ? আমরা ঃ আছেএএএ । বাহারঃ কোন সে হল ? আমরা ঃ শামসুন্নাহার । বাহারঃ সবাই বল আমরা ঃ শামসুন্নাহার ।

বাহারঃ আরও জোরে । আমরা ঃ শামসুন্নাহার । ব্যাস, তেনারা চুপ;আবার মুচকি মুচকি হাসে। আমরাও তো হাসতেসি। এমন সময় ঠাস করে এক মেয়ের হাতে ধরা বেলুন ফুটে গেলো।

অমনি আমার হেঁড়ে গলায় চিৎকার ঃ এএএএ শামসুন্নাহারের বেলুন(!) ফুটসে !!! বি.দ্রঃ আমার মাও শামসুন্নাহারের বাসিন্দা ছিলেন। ভাগ্যিস মা ফেবু ব্যবহার করে না !!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.