আমাদের কথা খুঁজে নিন

   

আলোর যাত্রা: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

সেলিনা হোসেনের ভূমিকা রোকসানা লেইসের গল্পের বই ‘চন্দ্রিমায় নীল জল’ পড়ে ভালোলেগেছে। এখনো মনে আছে কিছু কিছু গল্পের কথা। গল্প পড়ে মনে হয়েছে রোকসানার দেখার জগতে নিজস্ব ঢঙ আছে। এই ঢঙটুকু ওর বৈশিষ্ট। এবার হাতে পেয়েছি রোকসানার উপন্যাস ‘আলোর যাত্রা’ এর আগেও ওর দুটো উপন্যাস প্রকাশিত হয়েছে।

একটি ‘অজানার স্রোতে’ অন্যটি ‘অন্তরীপ’। রোকসানা কবিতাও লেখে। ‘স্বপ্ন নগরীর খোঁজে’ ওর কবিতার বই। ভাবতে ভালোলাগছে যে রোকসানা সাহিত্যের তিনটি শাখায় বেশ স্বচ্ছন্দ। সৃজনশীলতার নানা দিক ধরে এগিয়ে যাচ্ছে ও।

একদিন ভরে উঠবে ওর শস্যের গোলা। আমাদের প্রত্যাশা ওর লেখনীর কাছে। যে বইয়ের ভুমিকা নিয়ে আজকের এই লেখার আয়োজন তার পটভুমি বেশ বড়। দেশ-বিদেশ মিলে কাহিনীর কাঠামো। আছে নানা ঘটনা, নানা চরিত্র।

শুরুতে উপন্যাসের পটভুমি মুক্তিযুদ্ধ। অধ্যায়ের নামে ‘বিপর্যস্ত অনুভব: এক। ’ আরম্ভের মুন্সিয়ানা পাঠককে চমকিত করে। শুরুটা এমন : ‘কালঘুম থেকে জেগে উঠে দেখলো সব কিছু ফাঁকা, চারপাশ শূণ্য। আবীর রাঙা আকাশ নীচু হয়ে যেন গিলে খেতে আসছে।

হাত-পা শরীর অবশ, নড়নের শক্তি নাই। চক্ষু দুটি খোলা শুধু আকাশের পানে। ’ এভাবে মুক্তিযুদ্ধের সূচনা। তারপর এগোতে থাকে যুদ্ধের নানা ঘটনা। যুদ্ধের সময় বাদশা মিয়ার কুড়িয়ে পাওয়া ছেলেটি একদিন গায়ক হয়।

তার জীবনের গল্প উপন্যাসের একটি ভিন্ন মোড়। উপন্যাসের একটি অধ্যায় ‘অজানা দেশ : এক। ’ লন্ডন থেকে একা আসছে তাতাই। ওর নানু ওকে বলেছে যেন বাংলাদেশকে ভুলে না যায়, যেন এদেশের অভাগা মেয়েদের জন্য কাজ করে। বিদেশে পড়াশোনার সময় তাই জীবনের নানা অভিজ্ঞতা অর্জন করেছে।

ওর সামনে অজানা দেশের অনেক মানুষ। অন্য দেশের সংস্কৃতি জানতে তাতাই আলসালভাদর গিয়েছিল। একটি পরিবারের সঙ্গে বসবাস করেছিল। এই বিচিত্র অভিজ্ঞতা উপন্যাসের ভিন্ন আমেজ। রোকসানা কানাডায় বসবাস করে।

ওর অভিজ্ঞতার বিস্তৃতি আছে। উপন্যাসের নানা উপাখ্যানে সেসব অভিজ্ঞতা গল্পের আকারে পাঠকের সামনে এসেছে। আমার বিশ্বাস ‘আলোর যাত্রা’ পাঠকের ভালোলাগবে। বিভিন্ন অধ্যায়ের নামকরণে বোঝা যায় লেখক উপন্যাসের আঙ্গিকে নতুন ছোঁয়া আনতে চেয়েছেন। তা একজন লেখকের নিজস্ব স্টাইল।

আশা করি রোকসানা বিষয়ের সঙ্গে আঙ্গিকের যোগ ঘটিয়ে পাঠককে দেবেন তেমন বিচিত্র ভুবনের স্বাদ। তার সাফল্য কামনা করি। নতুন বইয়ের অপেক্ষায় থাকলাম। সেলিনা হোসেন ২২ জানুয়ারি ২০১১ প্রচ্ছদ: সৈয়দ ইকবাল দি রয়েল পাবলির্শাস থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস আলোর যাত্রা বইমেলা ২০১১ । পাওয়া যাবে একুশে গ্রন্থমেলায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.