আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটু হাহাহিহি।

ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া ! "আগের মতো আমাকে আর ভালোবাসো না" আজকাল প্রায়ই আমাকে এই অভিযোগ শুনতে হয়। যদিও আমার প্রতি উনার এই কপটতা আমি বেশ মনযোগ নিয়ে উপভোগ করি। তার অভিমানী গাল ফোলানো মুখ আর আহ্লাদি কথামালা, দুটোই বেশ মন ছুঁয়ে যায়। এখন পর্যন্ত আমার ধারনা এটা কোনো অভিযোগ নয়। হাজার হলেও ভালোটা কিন্তু আমিই বেসে ছিলাম, ম্যাডাম।

কলেজ পাড়ি দেওয়া সেই নাবালকের দুরন্ত প্রেম আজ প্রবাসীর স্কাইপে এসে ঠেকলেও সেই ভালোবাসায় মরিচা ধরেনি। মোটেও। সেই ভালোবাসা আমাকে বেশ আয়েশ করে আলসে করেছে। আর তাই শুয়ে বসে উপভোগ করছি আমাকে নিয়ে তোমার সীমাহীন ব্যস্ততা। অপেক্ষার দিন গুলোতে আমাকে প্রায়ই বলতে যেদিন আমি ভালোবাসবো সেদিন দেখবে।

আর আজ দেখছি, শুনছি, গাইছি গান। অপেক্ষার দিন তবুও ফুরায় না। ক্লান্তিও অবশ্য আমাকে ছোঁয় না। কোথায় যেনো পড়েছিলাম, "গন্তব্যহীন গন্তব্যের আমি এক পথিক, আমার চলার নেই শেষ"। সে হিসাবে, আমার অবস্থা কিছুটা ভালো।

চলার শেষ না থাকলেও একটা গন্তব্য আছে। ভবিষ্যত সুখ স্বপ্নে তাই আজ আমি ঘোর বিভোর। এভাবেই যাক না চলে আর ক'টা মাস। তারপরেই তো, ইয়া হু। কথার ছলে আপনাদের মধ্যে যাদের বলেছি যে, আমার বিয়ে টেলিভিশনে লাইভ টেলিকাস্ট করবো, তাদেরকে বলছি ইহা খুব একটা অসম্ভব নয়।

রেডিও নাপা পরিবারের এটা হবে আরেকটা চমক। ভালোবাসি ম্যাডাম, খুব করে ভালোবাসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।