আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াবা ব্যবসার মত যেন সিসা ব্যবসায়ীরা মাথা চারা দিয়ে না ওঠতে পারে....

" কেউ তোমার দিকে পাথর ছুড়ে মারলে , তুমি তার দিকে ফুল ছুড়ে মারো...তবে ফুলের সাথে সাথে ফুলের টবটাও ছুড়ে মারতে যেন ভুল না হয় " ইয়াবা ব্যবসার মত যেন সিসা ব্যবসায়ীরা মাথা চারা দিয়ে না ওঠতে পারে.... ধানমন্ডির কিছু অভিজাত এলাকাতে চলছে এসব অসুস্হ কালচার শুধু ছেলেরা নই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়েও ঐ সীসাই আসক্ত। ধানমণ্ডি, গুলশান, বনানির শুধু নামিধামি রেস্টুরেন্ট নই অনেক সাধারণ মানের রেস্টুরেন্টও এখন ঐ সীসা রাখা হয়। আধুনিকতার আরেক কাল থাবা এই সীসা। সিসা (shisha)’ শব্দটির সাথে আসলে কখনো পরিচিত ছিলাম না। ফেসবুকের মাধ্যমে প্রথম জানতে পেরেছিলাম।

এরপর একটি লিখা পড়ে আরো পরিস্কার হলাম। সিসা’ নাকি হুক্কার আরবি নাম। সেই হুক্কা এখন শহরাঞ্চলে সিসা নামে চালু হয়েছে। বাসায় চালু হয়েছে কিনা জানি না। তবে চালু হয়েছে অভিজাত হোটেলে, সিসা পার্লার আরেকটি আয়োজন।

অর্থাৎ বিভিন্ন উৎসব ও পার্টির নামে অভিজাত হোটেল গুলোতে যে অসভ্যতা চলে তাতে আরেকটি সংযোজন এই সিসা পার্লার। বিচিত্র সব আইডিয়া! কিন্তু উদ্দেশ্য একই। ভোগবাদি ও নষ্ট মানসিকতা। সিসাকে এখনো মাদক দ্রব্যের ভিতর অন্তর্ভুক্ত করা হয়নি বলে পুলিশও সেই সব সিসা সপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তাই সিসার নামে পার্লার গুলো বিনা বাঁধায় অবৈধ, অশ্লীল কাজের কেন্দ্রতে পরিণত হবে।

সময় এসেছে ভাবার । অতি আধুনিকতার নামে এসব কালচার আমাদের তরুন সমাজ কে বিপদে ঠেলে দিচ্ছে । এসব ব্যবসার সুবিধা পাবে কিছু নষ্ট মানসিকতার লোক আর আমাদের প্রজন্ম কে চিরকাল আর্থিক,সামাজিক ক্ষতির সম্মুখিন হতে হবে । চলুন না সমাজটা কে বদলে দেয় .....অবৈধপথে উপার্জিত টাকা অবৈধভাবেই ব্যয় হবে। আসুন, আমরা সত্যের পথে চলার চেষ্টা করি।

পবিত্র চেতনা ধারণ করি। সকলেই নিজ নিজ ধর্মের চর্চা করতে অভ্যস্ত হই। সূত্রঃ "অপ্রকাশিত সত্য"  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.