আমাদের কথা খুঁজে নিন

   

ছত্য কইতাছি আয়োডিন যুক্ত লবণ না খাইলে উপকার আছে কইলাম, বিশ্বাস না অইলে আসেন পরমাণ কইরা দেই......

বাজারে গিয়া দেখেন গা হাজার রকমের নুন আছে দামও কইলাম সস্তা না, তয় আমি কিন্তু ছুদু দামের লাইজ্ঞা যে নুন খাইতে না করতাছি তা কিন্তু না । এহনে আফনে কইবেন মিয়া ডাক্তারি কর ??? আমরা হগলেই জানি যে লবণ বেশি খাওয়ান ভাল না, তয় আমি কইলাম বেশি না ছারা জীবনের লাইজ্ঞা আয়োডিনের লবণ খাইতে না করতাছি- ক্যান করতাছি ??? শুনেন ভাইজান, লবণ না খাইলে আপনার যে উপকার হইব (টাকা বাঁচন ছাড়া কইলাম) পয়লা হইল গিয়া- “আফনেরে পাগলা কুত্তায় জিন্দিগিত কামরাইত না”, দুই লম্বর হইল গিয়া- “নিশি কুটুম (চোর) আফনের বাড়িতে কুটি টেকা আছে জাইনাও আসব না” !!! তিন লম্বর হইল গিয়া- “খোদার দেয়া ৩২টা দাঁত লইয়া কবরে যাইবার পারবেন”, (যেডা কি না অনেকেই পারে না) কি এহনে আফনে আমারে খুঁজতাছেন ঐ তিনডা কতার লগে লবণ না খাইলে ফায়দা হইব ক্যামনে ,না ??? কইতাছি, লবণ যহন খাইবেন না তয় টেনশন খাইবেন ক্যান ?? শুনেন কইবার লাগছি- পয়লা কতাডার আনসার- “আফনে যদি লবণ না খান তাইলে আফনার মেরুদন্ডের হাড্ডি বাঁকা হইয়া যাব গা, তহনে আফনের হাতে থাকব লাঠি, কণ এবার কুত্তায় কামড়াব কেমনে ??? ” দুই লম্বর কতাডার আনসার হইল গিয়া- লবণ খাওয়া বন কইরা দিলে বুকের অসুকে পড়বেন,থাকব কাশি, সারা রাইত ধইরা খালী খক্‌ খক্‌ কাশি, কন এইবার ঘরে চুর আসত ক্যামনে ??? তিন লম্বর কতাডার মানে হইল গিয়া- লবণ না খাইলে কিছুই মজা লাগে না, সবকিছুই পাইন্সা লাগে, তারপরে আবার লবণ না খাইলে আপনের অনেক রোগও বাইরা যাবগাঁ, কন এবার মরা ছাড়া আপণের গতি কি ? কম বয়সে মরবেন, দাঁত ৩২টা তো থাকবই, নাকি ??? যাওগা মেলা প্যাঁচাল পাইরা হালাইছি, এবার লবণ খাবেন, না না-খাবেন তার ছিদ্দান্ত আপনেই লন গাঁ............  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।