আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটে ‘চুদুরবুদুর’ আগ্রাসন

নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জাতীয় সংসদের পর এবার প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশের জাতীয় ওয়েব পোর্টাল এবং ই প্রথম আলো ও আমার দেশের ওয়েবসাইট দেখা যাচ্ছে চুদুরবুদুর নামের ওয়েবসাইটের বিভিন্ন ডোমেইন ঠিকানা থেকে। এর মধ্যে chudurbudur.net এ দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.pmo.gov.bd এর প্রতিলিপি (আইফ্রেম)। আর chudurbudur.org এ ব্রাউজ করলে বাংলাদেশের জাতীয় ওয়েবপোর্টাল bangladesh.gov.bd দেখা যাচ্ছে। এছাড়া chudurbudur.tk তে ই-প্রথম আলো ও mahchudurbudur.tk আমার দেশের অনলাইন সংস্করণ দেখা যাচ্ছে। এর আগে গত ২৫ জুন chudurbudur.com এ জাতীয় সংসদের ওয়েবসাইট parliament.gov.bd দেখা যাওয়ার পর বিটিআরসির সহযোগিতায় বাংলাদেশ থেকে তা দেখা না যাওয়ার ব্যবস্থা করে সংসদ সচিবালয় ।

কিন্তু সোমবার chudurbudur.us ও chudurbudur.info ব্রাউজ করলেও ফের সেই সংসদের ওয়েবসাইটেরই প্রতিলিপি দেখা যাচ্ছে। এ বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমানের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন ধরেননি। বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ বিষয়টি দেখছি। পরীক্ষা-নিরীক্ষার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ” গত ৯ জুন সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনার সময় বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রেহানা আক্তার রানু তার বক্তব্যে ‘চুদুরবুদুর’ শব্দটি ব্যবহার করেন।

তিনি ওই দিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে বলেছিলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন। ” ফেনীর বাসিন্দা রেহানা তার অঞ্চলের ভাষায় সরকারকে হুঁশিয়ার করলে সরকারি সদস্যরা তীব্র প্রতিবাদ করেন। হুইপ আসম ফিরোজও রানুর বক্তব্যকে ‘অশোভন’ আখ্যা দিয়ে এক্সপাঞ্জের দাবি জানান। এর চার দিনের মাথায় গত ১৩ জুন গোড্যাডি ডটকমের মাধ্যমে ‘চুদুরবুদুর ডটকম’ নিবন্ধন করা হয় দুই বছরের জন্য। সেখানে নিবন্ধকের নাম দেখানো হয় ‘বাংলাদেশ পার্লামেন্ট’।

পাশাপাশি একটি ‘অস্তিত্বহীন’ মোবাইল নম্বরও সেখানে দেয়া হয়। ওয়েবসাইট রেজিস্ট্রেশনের তথ্য সম্বলিত একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখা যায়, চুদুরবুদুরের সঙ্গে ডটকম, ডটনেট, ডটওআরজি, ডটইনফো, ডটইউএস-এর ডোমেইনও কেনা হয়েছে। একেএম রহমান নামে এক ব্যক্তি chudurbudur.us ও chudurbudur.net নামের ডোমেইন দুটি কিনেছেন। তার ই-মেইল আইডি । গত ২৫ জুন নিবন্ধন নেয়া এ দুটি ওয়েবসাইটের নিবন্ধনের তথ্যে একেএম রহমান পরিচয় দেয়া ওই ব্যক্তি যুক্তরষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি ঠিকানা ব্যবহার করেছেন।

একইদিন chudurbudur.org ডোমেইন ঠিকানাটি একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুই বছরের জন্য কেনা হয়েছে। তবে এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আরিজোনা অঙ্গরাজ্যের একটি ঠিকানা। একেএম রহমানের নামেই গত ২৭ জুন দুই বছরের জন্য নিবন্ধন নয়া হয়েছে chudurbudur.info ঠিকানাটি। এই চারটি ওয়েবসাইটের হোস্টিং করা হয়েছে ns51.DOMAINCONTROL.COM ও ns52.DOMAINCONTROL.COM নামের দুটি সার্ভারে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।