আমাদের কথা খুঁজে নিন

   

কেউ নিরাপদ নয় ইন্টারনেটে

When life gives you a hundred reasons to cry, show life that you have a thousand reasons to smile. .....

ইন্টারনেটে কেউ নিরাপদ নয়। আমি খুব ভালো একজন হ্যাকার। কোনো খারাপ উদ্দেশ্যে আমি এ হ্যাকিং করিনি। আমি শুধু দেখাতে চেয়েছি তাদের ইন্টারনেটের নিরাপত্তা ব্যবস্থা কত ঠুনকো। দু’দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইন্টারনেট হ্যাকার ফ্রান্সিস কৌটিক্স।

ওবামা, সঙ্গীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স এবং লিলি অ্যালেনের ওয়েবসাইট হ্যাকিংয়ের অপরাধে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। অনলাইনে ফ্রান্সিস হ্যাকার ক্রোল নামে পরিচিত। তার বিরুদ্ধে বারাক ওবামা, ব্রিটনি স্পিয়ার্স এবং লিলি অ্যালেনের ইন্টারনেট অ্যাকাউন্টের নিরাপত্তা দেয়াল ভেঙে ফেলা এবং অ্যাকাউন্টের গোপনীয় তথ্য চুরি করার অভিযোগ আনা হয়েছে। ফ্রান্সিস দোষী সাব্যস্ত হলে তার দু’বছর পর্যন্ত জেল এবং ৩০ হাজার ইউরো জরিমানা হতে পারে। তার বয়স ২৩/২৪ বছর।

মা-বাবার সঙ্গে থাকে। তার কলেজ ডিগ্রি নেই, এমনকি কম্পিউটারের ওপর বিশেষ কোনো প্রশিক্ষণও নেই। তার বাড়ি মধ্য ফ্রান্সের ক্লারমন্ট-ফেরান্ড শহরের কাছে। এ ব্যাপারে প্রসিকিউটর জিন ইভস কোলায়েট বলেন, ফ্রান্সিস বলেছে এটা ছিল একটা চ্যালেঞ্জ, এটা একটা খেলা। সেজন্যই সে এ কাজটি করেছে।

তবে সে তথ্য ছাড়া কারও টাকা-পয়সা নিয়ে নেয়নি। ফরাসি পুলিশের কর্মকর্তা এডেলিন চ্যাম্পাগনাট বলেন, ফ্রান্সিস যে গোপনীয় তথ্য চুরি করেছে, তা দিয়ে তাদের ব্ল্যাকমেইল করতে পারত। সে টুইটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতেও সক্ষম হয়। তিনি বলেন, ফ্রান্সিস বারাক ওবামার ইন্টারনেট অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করে। কিন্তু সে ব্যর্থ হয়।

পুলিশ এবং প্রসিকিউটররা জানান, জিজ্ঞাসাবাদে ক্রোল তার দোষ স্বীকার করেছে । সূত্র ঃ আমার দেশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.