আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেটে তিন গোয়েন্দার বই

পারভেজ

যেকোন ঘটনার রহস্যের সন্ধান করা যাদের স্বভাব আর একটু চিন্তিত হলেই যারা নিচের ঠোঁটে চিমটি কাটে, তারা যে তিন গোয়েন্দার ভক্ত সেটা চোখ বন্ধ করেই বলে দেয়া যায়। তিন গোয়েন্দার কথা খেয়াল আছে তো! ওই যে কিশোর পাশা, মুসা আমান আর রবিন মিলফোর্ড, যারা নিত্য নতুন রহস্যের সমাধান করে বুদ্ধি আর সাহস দিয়ে। জানি জানি, তোমরা অনেকেই বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সারাদিন লেগে থাকো তিন গোয়েন্দা বইয়ের পেছনে। তোমাদের আর দোষ কি! এমন মজা আর রোমাঞ্চে ভরা বই পড়তে কার না ভাল লাগে। মনে হয় যেনো তিন গোয়েন্দার সাথে সাথে তুমি নিজেই রহস্যের সমাধান করলে।

তাই প্রিয় লেখক রকিব হাসানের ‘তিন গোয়েন্দা’ সিরিজের বই পড়তে বসলে শেষ না করে উঠা যায় না। তোমাদের জন্য একটা সুখবর আছে। এখন তুমি তিন গোয়েন্দার বেশ কিছু বই ইন্টারনেটে পড়তে পারবে বিনামুল্যে। চাই কি তুমি সেগুলো ডাউনলোড করে নিজের সম্পত্তি করে রেখে দিতে পারো। জানতে চাও ওয়েব ঠিকানাটা? জানিয়ে দিচ্ছি কিন্তু শর্ত হচ্ছে পড়া ফাঁকি দিয়ে তিন গোয়েন্দার বই পড়তে পারবে না।

রাজি থাকলে এক্ষুনি লগ অন করো এই ঠিকানায় http://www.esnips.com/web/TinGoyendaCollectio

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।