আমাদের কথা খুঁজে নিন

   

পাখিরে তুই আর ডাকিস না মোরে .।.।.।.।.।.।.।.।।

https://www.facebook.com/JelABC দুষ্টু পাখি, মিষ্টি করে আর ডাকিস না তুই, আমার ঘরটি আজ বড্ড অগোছালো, থাকতে পারবিনারে তুই। লক্ষ্মী পাখি, মায়ার সুরে আর ডাকিস না তুই, আমার হৃদয় আজ ক্লান্ত অনেক, কূল পাবিনারে তুই। সুখ পাখি, নিল স্বপনে আর ডাকিস না তুই, কষ্ট এখন আমার ঘর জুড়ে, শান্তি পাবিনারে তুই। একলা পাখি, জোড়ার টানে আর ডাকিস না তুই, নিঃসঙ্গতা এখন আমার সাথী, পূর্ণতায় তাকে কি আর পাবি? দুষ্টু পাখি, লক্ষ্মী পাখি, সুখ পাখি ওরে আমার একলা পাখি, তরে নিয়ে অনেক ভাবি, শুধু ভাবিনা তোরে আমি ভালবাসি। উরে যারে তুই- ভেসে মেঘের ডানায়, হয়তো পাবি সেখানে তোর স্বপ্নের নীড়- সুখের তারায়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।