আমাদের কথা খুঁজে নিন

   

গানব্লগ : পাখিরে তুই দূরে থাকলে - সুবীর নন্দী

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয় চোখের মনি চোখের কাছে না থাকলে মনটা আমার আকূল হয়ে মরে যেতে চায়। পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই. . . পাখিরে তুই কাছে থাকলে গানের সুরে পরান দোলে হৃদয় নাচে সুরের তালে মনে মনে তোমায় ডাকি সারাবেলা তা কি জানো না পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই. . . যদি কোনদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায় একা একা রব নিরালায় পাখিরে তুই কবে আমার আপন হবি কিছুই জানি না পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই. . . সুবীর নন্দীর এই গানটা আমার খুব পছন্দের। প্রায়ই শুনি। ভালো লাগে তাই শেয়ার করলাম। এই গানটা রাতমজুরকে দিলাম লিংক---> গানওয়ালা ডট কম লিংক: Click This Link মিডিয়াফায়ার: http://www.mediafire.com/?ntnommzdyty অন্য ভার্শন: এটা এখনকার কেউ গাইছে। খুব নাম করা লোক তা না, ট্যাগে রাফি ও রায়হান লেখা ছিলো। তবে এটাও আমার কাছে ভালো লাগছে।একটু আধুনিক যন্ত্র ব্যাবহার করা হইছে। একুস্টিক ভার্শনটা আপানারাও শুনতে পারেন। মিডিয়াফায়ার: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।