আমাদের কথা খুঁজে নিন

   

আঙুর ফল টক

যতদিন বাঁচি, বাঁচাতে চাই..। গতকাল এক বন্ধু ‘’শুদ্ধ’’ প্রেম এর জয়গান গাইল। ভাবলাম ওকে জিজ্ঞেস করি ‘’শুদ্ধ প্রেম’’ কাকে বলে??? কাম ছাড়া প্রেম হয় না, আবার কামজ প্রেম সমাজ ও ধর্মীয় স্বীকৃতি ছাড়া সেই প্রেম আবার শুদ্ধ হয় কিভাবে?? বিরুদ্ধবাদীরা হয়ত বাপ, মা, ভাই, বোন, বন্ধুর জন্যে ভালবাসাটা এর সাথে গুলিয়ে ফেলবেন। তাদের জন্যে বলে রাখি যে এইগুলা তথাকথিত প্রেম না, বরং বন্ধন... আমি প্রেম করিনি, তবে খুব কাছ থেকে কতগুলো প্রেম দেখেছি। এত কাছ থেকে, যে ওই প্রেমিক প্রেমিকাও দেখেনি।

কারন আমি হয়ত ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলিনি, তবে আমি এটা খুব ভাল করে জানি কি কি কথা হয়...। আসলে আমি খুব নিবিড় ভাবে দেখেছি এটা কতটুকু প্রেম, কতটা টাইম পাস আর কতটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে নিজের সাথে নিজের যুদ্ধ। এখন দেখা যাক আমাদের সমাজ ও ধর্ম এইসব extra marital সম্পর্ক কে কতটা support করে। ইসলাম মোটেই এই ধরনের সম্পর্ক কে মেনে নেয় না। আমাদের দেশে প্রচলিত অন্য ধর্ম কী বলে এই বিষয়ে আমার স্পষ্ট জ্ঞান নেই, তাই না বলি...।

এবার আসা যাক আমাদের সমাজ ও সংস্কৃতি। নিজের বুকে হাত দিয়ে বলুন তো- আপনার ছোট বোনের কোমর জড়িয়ে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, ব্যাক্তিগত ভাবে আপনি কতটা সাপোর্ট করেন??কিন্তু আপনি অন্যের বোন কিংবা মেয়ের সাথে শ্লীল বা অশ্লীল ভাবে ঘুরে বেড়াচ্ছেন, তার বেলা?? আমাদের সমাজে খুব দৃঢ় পারিবারিক বন্ধন আছে, কারন extra marital relationship খুব কম। খুব বেশি করে ভাবলেও তথাকথিত প্রেম এ সাফল্যের হার ২০ ২৫ ভাগের বেশি না। এর মধ্যে আবার অনেক অশান্তি...। ভ্রু কুঁচকে ভাবছেন তাহলে করবটা কি?? একজন মনের মানুষ তো আছে...।

বলি, সাহসী হউন, দুই পরিবার কে রাজি করিয়ে বিয়ে টা সেরে ফেলুন। কারন মহান সৃষ্টিকর্তা বিয়ের মধ্যে কল্যাণ রেখেছেন। তবে ভুলেও পালিয়ে বিয়ে করবেন না, কারন বাপ মা কে কষ্ট দিয়ে সুখি হওয়া যায় না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।