আমাদের কথা খুঁজে নিন

   

যারা বলেন আমাদের প্রধানমন্ত্রী গুনীজনের সম্মান করতে জানেন না তারা হিংসুটে ও গীবতকারীঃ আল্লাহ গীবতকারীদের অপছন্দ করেন

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি সরকার ২০১১ সালের ২ মার্চ বেশি বয়সের কারণে ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের প্রধানের পদ থেকে অব্যাহতি দেয়। দূর্জনেরা বলেন আমাদের দেশের গর্ব নোবেল বিজয়ী ড.মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে সরকার তার প্রতি অন্যায় করেছেন, তার সম্মান ক্ষুন্ন করেছেন তাদের জন্য চপেটাঘাত ! সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নোবেল বিজয়ী ক্ষুদ্রঋণ ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার প্রস্তাব করেছেন। গতকাল বুধবার বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে প্রধানমনন্ত্রী শেখ হাসিনা ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান হিসাবে নির্বাচিত করার ব্যাপারে নীতিনির্ধারকদের রাজি করাতে তাঁদের অনুরোধ জানান। শেখ হাসিনা বলেন, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দারিদ্র্য দূরীকরণে অসাধারণ অবদান রেখেছেন। ক্ষুদ্রঋণের মাধ্যমে এ দারিদ্র্য দূরীকরণে অসাধারণ অবদান রাখায় তিনি বিশ্বব্যাপী সম্মানিত। বিশ্বব্যাংকের কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রসারিত করার লক্ষ্যে ড. ইউনূসের অভিজ্ঞতা মূল্যবান সম্পদ হিসেবে কাজে আসবে।তিনি বলেন, গ্রামীন ব্যাংকের মতো বিশাল প্রতিষ্ঠান চালানোর বিপুল অভিজ্ঞতা রয়েছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের। প্রতিনিধি দলটি ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করার শেখ হাসিনার প্রস্তাবের প্রশংসা করেন। সত্যিই প্রধানমন্ত্রী এমন একটি প্রস্তবনা দিয়ে উদার ও বড় মনের পরিচয় দিলেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.