আমাদের কথা খুঁজে নিন

   

রাজার খবর (রূপছড়া)

গল্পে শুনি এক দেশে এক ছিলেন নাকি রাজা; সাতটি তাহার ছিলেন রাণী সুন্দরী আর তাজা ! অনেক সাধের রাজার কুমার খুঁজতে গিয়ে পাখি কার দেখা সে পেয়েছিলো সেটাও লিখে রাখি। সে ছিলো এক রাজ কুমারী রূপের কুমীর যেন দিন দুপুরে সব ফেলে সে কেবল ঘুমায় কেন ? সেই খবরই টুনটুনিটা টুনটুনিয়ে দিলো জীয়ন কাঠি নেই বলে সে ঘুমেই ডুবে ছিলো ! রাজার কুমার ছুটলো ঘোড়ায় জীয়ন কাঠির বাড়ী ডাকছে রাণী রাজার কুমার আয়না তাড়াতাড়ি। জীয়ন কাঠির ছোঁয়ায় কুমার ঘুম ভাঙালো পরীর চোখ ধাঁধিয়ে রূপ জ্বলেছে মোমের মতন শরীর ! রাজাও খুশী রানীও খুশী প্রজার মুখেও হাসি ভাবটা এমন সবাই এসব ভীষণ ভালোবাসি ! প্রজার হাসির পেছন দিকে কান্না ছিলো লেখা হাসির নীচে লুকায় বলে যায় না সেটা দেখা ! সেই রাজা আর রাজার কুমার কিংবা কোন রাণী প্রজার কোন খোঁজ রাখে না আমরা সবাই জানি। হাজার বছর রাজা প্রজার এসব মজার খেলা চলছে কেবল চলছে কেবল সময় নামের ভেলা ! এখন থেকে হাজার বছর পরের কোন কবি এমন করেই আঁকবে নাকি এসব দিনের ছবি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।