আমাদের কথা খুঁজে নিন

   

রাজার বাগান



চলো,রাজার বাগানে যাই। রাজার বাগানে রাশি রাশি তরকারি আলু , বেগুন,পটল যা পাই- তুলে নিয়ে আসি;বড় দরকারি! আহা রাজার বাগানে কি প্রহরী সাজানো যে ধূলো দিয়ে যাবে ব্যাথা প্রাচীর বাঁধানো আমাদের ইশকুল সব গরুর বাথান মন্ত্রী-পারিষদ দিনে দু'বার গাই দোয়ান। জানি না,কি করে সব ঠান ঠিক দু'বার মুচড়েও দেখো , লোহার আকরিক! আমরা বেশ সেবা সংস্থা খুণে বসে আছি রাজা আসেন ,চা-কফি খান,থাকি কাছাকাছি। আমাদের আথান-বাথান গাই দোয়ানো হলে পরে রাজা গদিতে আসীন থাকে কোন দরকারে? বরং চলো,রাজার বাগানে যাই রাজার বাগানের আলু-পটল তরকারি,বড় দরকারি। তানাহলে,আসুন মাথা মুড়ে ঘোল ঢালি রাজার বাগানে মুচলেকা দিয়ে ঘরে ফিরে আসি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।