আমাদের কথা খুঁজে নিন

   

কেন্দ্রীয় শহীদমিনারঃ

প্রথম শহীদমিনার নির্মিত হয়েছিল ঢাকা মেডিকেল স্টুডেন্টদের উদ্যোগে। ১৯৫২ শালের ২৩ ফেব্রুয়ারি। রক্ত ঝরানো ২১শে ফেব্রুয়ারির ঠিক দু’দিন পর। পাকিস্তানি স্বৈরশাসকদের ঘোষিত ১৪৪ ধারা ভঙ্গ করায় পুলিশ ছাত্র-জনতার মিছিলে গুলি চালায়। শহিদ হন সালাম,রফিক,বরকত সহ আর অনেকে।

২৬ ফেব্রুয়ারী দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন প্রথম সাদাসিধে শহীদমিনারটি উদ্বোধন করার পরপর ই পুলিশ তা ভেঙ্গে দেয়। ১৯৫৭ সালে শিল্পী হামিদুর রহমান এর নকশা ও পরিকল্পনা অনুযায়ী শুরু হয় শহীদমিনার নির্মাণ এর কাজ। ১৯৫৮ সালে সামরিক আইন জারি হলে কাজ বন্ধ থাকে। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান(বর্তমান বাংলাদেশ) এর গভর্নর আযম খান এর নির্দেশে মূল নকশা অনেক পরিবর্তন হয়ে আবার কাজ শুরু হয়। ১৯৬৩ সালের ২১ ফেব্রুয়ারী অন্যতম ভাষাশহীদ আবুল বরকত এর মা এর উদ্বোধন করেন।

শহীদমিনার এর মাঝখানের বর কাঠামোটি মায়ের প্রতীক। তার পাশের ছোট ছোট কাঠামোগুল সন্তান। ১৯৯৯ সালের নভেম্বর এ ইউনেস্কোর সাধারন অধিবেশনে দিবসটিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে ঘোষণা দেয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.