আমাদের কথা খুঁজে নিন

   

কেন্দ্রীয় ব্যাংকে হিসাব দিতে হবে গ্রামীণ ব্যাংককে

কেন্দ্রীয় ব্যাংকের কাছে হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রেখে গ্রামীণ ব্যাংক আইন-২০১৩ এর খসড়ায় ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।  
সচিব বলেন, '১৯৮৩ সালের অধ্যাদেশকে আইনে পরিণত করার জন্যই এ অনুমোদন। এর আগে আনা সংশোধনগুলোও এ আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে।

' তিনি বলেন, 'এখন নতুন যেসব সংশোধনী আনা হয়েছে সেটা বড় ধরনের পরিবর্তন বলা যাবে না। অনুমোদিত মূলধন ছিল ৩৫০ কোটি টাকা, সেটা বাড়িয়ে এক হাজার কোটি টাকা করা হয়েছে। পরিশোধিত মূলধন ছিল ৫০ কোটি টাকা, সেটা বাড়িয়ে করা হয়েছে ৩০০ কোটি টাকা। পরিচালকের কার্যকাল সম্পর্কে বলা হয়েছে- বিদ্যমান আইনে পরিচালকের কোনো সময়সীমা বা মেয়াদ ছিল না। এখানে অন্যান্য আইনের সঙ্গে সঙ্গতি রেখে পরিচালকের মেয়াদ নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ তিন বছর।

' সচিব জানান, বিদ্যমান আইনে বলা ছিল, গ্রামীণ ব্যাংক তাদের রিটার্ন ও প্রতিবেদন জমা দেবে সরকারের আছে। নতুন আইনে বলা হয়েছে, সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কাছেও তা জমা দিতে হবে। এ ছাড়া দণ্ডের পরিমাণ বাড়ানো হয়েছে। এতে বলা হয়েছে, আয়কর অব্যাহতি বিদ্যমান আইনের মতোই বহাল থাকবে। ঋণ পাওয়ার জন্য কেউ মিথ্যা তথ্য দিলে এক বছর কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

প্রসপেক্টাস বা বিজ্ঞাপনে গ্রামীণ ব্যাংকের অনুমোদন ছাড়া নাম ব্যবহার করলে এক বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আগে এই দণ্ডের পরিমাণ ছিল ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা।

গ্রামীণ ব্যাংকের পুরো কর্তৃত্ব কি এখন থেকে বাংলাদেশ ব্যাংকের হাতে, এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'কেন্দ্রীয় ব্যাংকের কাছে কিছু সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গ্রামীণ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের আওতায় যাচ্ছে না। '
২০১৪ সালে ২২ দিন ছুটি : বৈঠকে আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৪ দিন সাধারণ এবং আট দিন নির্বাহী আদেশে ছুটি। এই ২২ দিনের মধ্যে শুক্র ও শনিবার বাদ দিলে ছুটি দাঁড়ায় ১৬ দিন। বৈঠকে এ ছাড়া ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন-২০১৩ এর খসড়ার চূড়ান্ত, ভোজ্যতেলের ভিটামিন 'এ' সমৃদ্ধকরণ আইন-২০১৩ এর খসড়া নীতিগত, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০১৩ এ খসড়ার নীতিগত, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অর্ডার (অধ্যাদেশ)-২০১৩ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত, জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ এর খসড়া, আইন সহায়তা প্রদান (সংশোধন) আইন-২০১৩ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া ইমারত নির্মাণের নকশা অনুমোদনের ক্ষমতা সংক্রান্ত দ্বৈততা ও ক্ষেত্র বিশেষে কর্তৃপক্ষ নির্ধারণজনিত সমস্যা নিরসনে আইনের সংশোধন অনুমোদন করেছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, শিক্ষা মন্ত্রণালয় উত্থাপিত বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন আইন-২০১৩ এর খসড়াটি আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.