আমাদের কথা খুঁজে নিন

   

আইসল্যান্ডের নদীবৃক্ষ এবং বৈচিত্রময় আরও কিছু ছবি

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক আইসল্যান্ডে মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা আঁকাবাঁকা সরু নদীগুলো কাছে থেকে দেখলে একরকম মনে হয়। কিন্তু অনেক উঁচু থেকে দেখলে বোঝা যায়, অনেকগুলো নদী মিলেমিশে তৈরি হয়েছে এক অদ্ভুত চিত্র। উড়োজাহাজের জানালা দিয়ে তোলা আইসল্যান্ডের এ নদীগুলোর দৃশ্য দেখলে মনে হয়, শত বছরের সাক্ষী হয়ে বৃদ্ধ কোনো গাছ তার ডালপালা ছড়িয়ে মাটিতে শুয়ে আছে। ওপর থেকে নদীগুলো দেখতে শুকনো মনে হলেও এগুলো যথেষ্ট স্রোতস্বিনী। এ ছবি তুলেছেন আলোকচিত্রী স্যান্ড্রো স্যানটিওলি।

টানা ৭০ ঘণ্টা আইসল্যান্ডের আকাশে প্লেন নিয়ে ঘুরে ঘুরে এরকম অনেক ছবি তুলেছেন তিনি। স্যান্ড্রো বলেন, নিচ থেকে নদীর ছবি তুলতে গিয়ে প্রথম মাথায় আসে, এগুলো ওপর থেকে দেখতে কেমন। বিষয়টি যতটা সহজ ভেবেছিলাম, ছবি তুলতে গিয়ে বুঝলাম মোটেও তা নয়। ছোট্ট প্লেন নিয়ে প্রতিবন্ধক আবহাওয়া আর জানালা খুলে স্থির ছবি তুলতে বারবার সমস্যার মুখে পড়ি। ফলে যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি সময় লেগে যায় ছবি তুলতে।

তবে এত কষ্টের পর যখন ছবিগুলো দেখি তখন মনে হয় আমি সার্থক। প্রকৃতি কত বৈচিত্র্যময়! সাদা চোখে আমরা তার কতটাইবা দেখতে পাই! সূত্র : Click This Link Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।