আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইন একুশে পোষ্ট মেলা ২০১২

বিশ্বাস অনেক বড় জিনিস.......... দেশে শীত মৌসুমে কতো মেলাইনা বসে বিভিন্ন জায়গা অজায়গায়। সেরকমি এবার বসেছে সামহোয়ারইন পোষ্ট মেলা। এটা বসেছে সামু স্কুল মাঠে। চলুন কে কি পসড়া বসিয়েছে। প্রথমেই গেইটের পাশেই বসেছেন আমাদের ইমন ভাই।

হুক্কা টানায় ব্যস্ত। উনার সেলসম্যান পিচ্ছিটা চিতকার করে বলতে আছে, ওই পোষ্ট কিলো ৫ টেকা, ওই পোষ্ট কিলো ৫ টেকা, জলদি আহেন, জলদি আহেন, পোষ্ট কিলো ৫ টেকা। সকাল গড়িয়ে দুপুর হলো। এক কিলো পোষ্টও বিক্রি হয়না। ইমন সাহেব ভাবেন, পোষ্টের দাম বেশি হয়ে গেলনাতো।

পিচকারে ডাকে, ওই এক টাকা কমাই দেয়। সাথে সাথেই পিচকাটা চিল্লায়, ওই পোষ্ট কিলো ৪ টেকা, ওই পোষ্ট.................... আরেকটু ভিতরে গিয়ে দেখি কিসের জানি ভিড়। কাছে গিয়ে দেখি শায়মাপু গান গেয়ে গেয়ে পোষ্ট কিক্রি করে। তাই সবাই ঘিরে ধরছে। বুদ্ধিটা খারাপ না।

উনার সাগরেদটা গানের ফাঁকে ফাঁকে হঠাৎ চিল্লায়া উঠে ওই পোষ্ট ডজন ২ টাকা, ওই পোষ্ট ডজন ২ টাকা। ডজন প্রতি দুইটা ফ্রি। কিন্তু পোষ্ট কেনার তালে কেউ নাই, সবাই খালি গান শুনেই চলে যায়। তাই শায়মাপু গান চেইঞ্জ করে ওই লীলা বালি লীলা বালি, পোস্টটা কিনতো দেখি পোষ্টটা পড়ো তো দেখি মজাতো পাইবা সই, ওরে লীলা বালি................. তার পরের স্টলে দেখি নাফিস ভাই, উনার হাতে, গলায়, পকেটে সব জায়গায় পোষ্ট ঝুলানো। আর ওষুধ বিক্রেতার মতো টেপ রেকর্ডার ছেড়ে দিযে মুখ নাড়ে খালি।

এই পোষ্ট খাইলে ধুর, এ পোষ্ট পইড়লে কম্পু হ্যাঙ হইবেনা, ওই পোষ্ট পইড়লে মাউস আটকাইবোনা, আর এই পোষ্ট পইড়লে কইলাম ভাইরাস আইবোনা। আর এই পোষ্ট পইড়লে আপনার ব্রেইন খুইল্লা যাইবো। এক পোষ্ট তিন টেকা তিন টেকা তিন টেকা। মেলা উপলক্ষে ইসপেশাল ডিসকাইন্ট, মাত্র দুই টেকা দুই টেকা দুই টেকা। এর পরে ইদেখি কৌশিক ভাই লুঙ্গি পড়ে বেশ কয়েকটা বস্তা নিয়ে বসে আছে।

উনার কোন সাগরেদ নাই। বেচারা রোদে ঘেমে বেহাল অবস্থা। মাথা দিয়ে ও ঘাম বের হয়। পোষ্টের চাষ করতে করতে চুল সব শেষ। কিছুক্ষন পর পর হঠাৎ চিক্কুর দিয়ে উঠে।

বেহুশ থেকে উঠে মানুষ যেরকম হঠাৎ চিল্লায়া উঠে ঠিক তেমনি। ওই বস্তা ৯ টিয়া, ওই পোষ্ট বস্তা ৯ টিয়া। মানুষ ভয়ে ওই দিকে যায়না ভয়ে। এর পরে দেখি মাঠের মাঝখানে হামা ভাই সেকি চিল্লানি। উনাকে নাকি স্টল ভাড়া দেয়নাই সামু কমিটি।

তাই মাঠের মাঝখানেই দোকান খুলে বসে গেছে। হাতে, গলায় ইয়া লম্বা লম্বা পোষ্ট ঝুলানো। আর অনবরত চিল্লাইতেই আছে, ওই পোষ্ট মিটার ২ টেকা, মিটার দুই টেকা। জলদি আসেন, ষ্টক সীমিত। ওই পোষ্ট মিটার দুই টেকা ।

মাগার উনার পোষ্টও কেউ কিনেনা, সবাই ঝুলানো থেকেই পইড়া চলে যায়। ভাবিয়ে সরবত এনে খাওয়ায়, শান্তনা দেয়। দেইখো সোনা তোমার পোস্ট বিক্রি হবেই, আরেকটু জোরে চিল্লাও সোনা আরেকটু জোরে। হামা ভাই এবার জুইত করে চিল্লায় পোষ্ট মিটার দুই টেকা............................... এক কোনায় দেখি একজন ভিক্ষা করে, উমা ওইটাতো জানাপু। চোখে ঠিকিই দেখে কিন্তু আন্ধা সেজে ভিক্ষা করে।

ভাই গরীবরে এট্টু দয়া করেনগো, একটা পোষ্ট ভিক্ষা দেনগো, আল্লাহয় ভালা করবোরে। এট্টা পোষ্ট ভিক্ষা দেনগো, নইলে আল্লাহয় গজব দিবোগো। কেউ থালিতে কোন পোষ্ট দিলে তা কোনা চোখে চায়, কি দিছে। কপিপেষ্ট হৈলে গাল ফুলায়, কবিতা গল্প হইলে খুশি হইয়া দোয়া দেয়, গান গেয়ে দোয়া করে, আল্লাহয় তোরে ভালা কইরবোরে, আল্লাহয় ভালা কইরবোরে। পোষ্টটির চরিত্রগুলো কাউকে হেয় করার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র ফান পোষ্ট।

ফান হিসেবে নিলেই খুশি হবো।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.