আমাদের কথা খুঁজে নিন

   

চমৎকার সামহোয়ারইন ব্লগ: নিমতলী ট্রাজেডীকে বুড়ো আঙ্গুল দেখানোর জন্যে



আমি এই টপিকে কিছু বলার আগে বেশ কয়েকটি ছবি শেয়ার করবো। "One picture says million words" বলে একটা কথা তো আছেই। দেখুন নিচের ছবিগুলি: এগুলি সবগুলি বিভিন্ন বাংলা ব্লগের হোমপেজের হেডার অংশ থেকে নেয়া ছবি...... প্রথম আলো ব্লগে কোন হেডার ইমেজ থাকে না কিন্তু তাদের সঞ্চালক নির্বাচিত লেখাটি হল: আজ শোক দিবস, চলুন হতভাগাদের বিদেহী আত্মার মাগেফরাত কামনা করি ********* শিরোনামে একটা ছবি অথবা সঞ্চালক নির্বাচিত পোস্ট কোন ব্লগকে প্রতিনিধিত্ব করে বলেই মনে করি..... ধন্যবাদ ঐ ব্লগগুলিকে দেশের মানুষের অনুভূতির সাথে একাত্মতা ঘোষণা করায়..... ক্যাডেটকলেজ ব্লগের হেডারে ফেসবুক ব্যান নিয়ে ছবি দেখা যাচ্ছে এখনো, হয়তোবা সামনে ওরাও পাল্টে ফেলবে ইমেজটা....... কিন্তু সামহোয়ার কর্তৃপক্ষ কিছুই করবে বলে মনে হচ্ছে না কারণ তারা আপাতত বিশ্বকাপের উপযোগী হেডার ইমেজ কালেকশনে ব্যস্ত আছেন, ধন্যবাদ আপনাদের ........ "সব ঘটনাকে( সেটা যত বড়ই হোক) পাত্তা দিতে হবে এমন কোন কথা নাই...... ১৮ কোটি মানুষের দেশে ১১৮ জন মারা গেলে কিই বা আসে যায়" : যদি মনে করেন তাহলে আপনাদের অবস্থানকে সমর্থন জানাতে পারলাম না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।