আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম নারিকেল জিঞ্জিরা.............

ইনবারসিটির বন্ধুরা মিলে টুরে যাবার সিদ্ধান্ত নেয়া হলো । কিন্তু কোথায় যাবো তা নিয়ে চলল দীর্ঘ বাক-বিতন্ডতা, অবশেষে সবাই মিলে সিদ্ধান্ত হলো অপার সৌন্দর্যের লীলাভূমি সেন্টমার্টিন তথা নারিকেল জিঞ্জিরা যাবো। তো যেই কথা সেই কাজ। ৭ ফেব্রুয়ারী সবাই মিলে চিটাগাঙ মেইল ট্রেনে চেপে বসলাম। গ্রুপের সদস্য মোট ২৫।

প্রাথমিক তালিকায় ২০ জন থাকলেও শেষ পর্যন্ত সত্যিকারের অ্যাডভ্যান্চাররা এই টুররা মিস করতে চায়নি। সবকিছু ঠিকঠাক ট্রেনও ছেড়ে দিলো রাত সাড়ে দশটায়। কিন্তু ঝামেলা বাধলো ট্রেন ছাড়ার ঠিক ২ মিনিট পর। অঅামাদের বন্ধু ব্যাস্ত সাংবাদিক মনিরকে অনেক টানা-হিচড়ে করে রাজি করাতে না্ পারলেও সে ঠিকই স্টেশনে চলে এসেছে। অামাদের সাথে েট্রনে উঠতে না পারায় ও ভীষন রাগ করলো।

পরে তূর্ণা-নিিশতায় করে ও ভ্রাম্যণবাড়িয়া স্টেশনে যখন অামাদের েট্রনে ওঠে রাত তখন ২ টা। ততক্ষণে ওর নাম লেট মনির হয়ে গেছে। সারা রাত তাস-গান-কবিতা অার অাড্ডাবাজিতে তখন যে ভোর হয়ে গেলো তা েটর পাইনি তখন মনের অজােন্তই দু'েচাখ ভািড় হয়ে অাসিছল সবার। তাসুরে গ্রুপের সদস্যদের িনদ্রাযাপন...... কক্সবাজার সৈকতে অামরা......... কক্সবাজারে ে িএ্হোটেলে আমরা ছিলাম, পেছনে পাহাড় দারুণ কেটেছে রাতটি............ ওটা আমাদের জাহাজ.......। জাহাজের ছাদ থেকে প্রকৃতির অপরুপ দৃশ্য.....।

নাফ নদী......। েএভাবে যদি উড়তে পারতাম......... সেন্টমার্টিন চলে এসেছি আমরা....... কি অপরুপ সেন্টমার্টিন........ সেন্টমার্টিনে আমাদের হোটেল.............. রাতে বসল গানের আসর, স্থানীয় গান মাতিয়ে রাখলও আমাদের...... পরদিন, ছেড়া দ্বীপ যাচ্ছি আমরা.... ছেড়াদ্বীপে....... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.