আমাদের কথা খুঁজে নিন

   

দেখেন পাকিস্তানিদের কান্ড!!

দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটাই বদলে যাবে। করাচি, ১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকদের কাছে ভুল তথ্য দেয়ার কারণে দন্ডের মুখে পড়তে পারেন দেশটির সিনিয়র অলরাউন্ডর আব্দুল রাজ্জাক। তিনি বল করার মত ফিট নন বলে তথ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ দুরন্ত রাজশাহীর পক্ষে খেলছেন। নির্বাচকমন্ডলীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাতীয় দলের হয়ে বল করার মত যথেষ্ট ফিটনেস না থাকার কথা বলে রাজ্জাক বিপিএল-এ খেলার জন্য ছাড়পত্র (এনওসি) নেন। অথচ রাজ্জাককে ইংল্যান্ডের বিপক্ষে সংযুক্ত আরব আমীরাতে অনুষ্ঠানরত ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছিল।

কিন্তু কাঁধের ইনজুরির কারণে রাজ্জাক বল করতে পারবেন না বলে জানান। সূত্রটি জানায়, একজন ব্যাটসম্যান হিসাবে বিপিএল-এ খেলার কথা বলে রাজ্জাক পিসিবি’র কাছ থেকে ছাড়পত্র নেন। প্রধান নির্বাচক মোহাম্মদ ইলিয়াস বলেছেন, রাজ্জাক বিপিএল-এ বল না করার কথা নিশ্চিতভাবে জানিয়েছিল। ঠিক এই মুহূর্তের পরিস্থিতি আমি জানি না। তবে সে বল করার মত পুরোপুরি ফিট না থাকার বিষয়ে উল্লেখ করেছিল।

বোর্ডের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গত বছর বোর্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা ক্রিকেটারদের মধ্যে রাজ্জাক অন্যতম। যে কারণে বোর্ড সভাপতি জাকা আশরাফ বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়েছেন। বোলিংয়ে অপারগতা প্রকাশ করার কারণে রাজ্জাকের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হতে পারে। এখানে ক্লিক করুন  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.