আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদেহর সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু : পুলিশ বাদে আসুন, পরনে বস্ত্র থাকবে না

দূরে অাছি......তার্হ ফেরা সহজ....কাছের মানুষ কখনো ফেরে না......... ১২ মার্চ সরকারকে রেডকার্ড দেখিয়ে বিদায় দেয়া হবে বলে ঘোষণা দিয়েয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। এইকসাথে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের উদ্দেশে তিনি বলেছেন, ঢাকা দখলের হুমকি দেখাবেন না। পুলিশ বাদে আসুন, পরনে বস্ত্র থাকবে না। পালানোর সব পথ বন্ধ। ৩ বছরের দুঃশাসনে অতিষ্ঠ মানুষ সারাদেশ দখল করে নিয়েছে।

চল চল ঢাকা চলো কর্মসূচি সফল করতে গতকাল শনিবার ঝিনাইদহ শহরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, মার্চ মাস হচ্ছে আওয়ামী লীগের জন্য আত্মসমপর্ণের মাস। আর বিএনপির জন্য এ মাস স্বাধীনতা যুদ্ধের। যদি গণতন্ত্রকে মানতে হয় তবে শেখ মুজিবকে মানা যাবে না। কারণ, তিনি গণতন্ত্র হত্যাকারী।

আর এ জন্যই আইন করে আওয়ামী লীগ সরকার মুজিবের সমালোচনা বন্ধ করেছে। দ্বিতীয় আওয়ামী লীগের জন্মদাতা হচ্ছেন শহীদ জিয়াউর রহমান। পিতা মানতে হলে তো তাকেই মানতে হয়। কারণ তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে শেখ মুজিবের ব্যান্ড করা দল ফিরিয়ে দিয়েছেন। শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমানের প্রমাণহীন ২০ কোটি টাকার কথিত দুর্নীতি নিয়ে তাকে দেশ ছাড়া করা হয়েছে, হয়রানি করা হচ্ছে।

আর সরকারের মন্ত্রী-এমপিরা রাষ্ট্রের কোটি কোটি টাকা তছরূপ করছেন। তাদের জন্য কী পরিণতি অপেক্ষা করছে তা হয়তো তারা জানেন না। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, ছাত্রদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান, সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টার, আব্দুল ওহাব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।