আমাদের কথা খুঁজে নিন

   

হয়ে গেল ''ভালবাসার গল্প'' এর মোড়ক উন্মোচন...

১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৫টায় বইমেলার ৩৭৫ নাম্বার স্টলের সামনে হয়ে গেল ফেসবুকের পেইজ ভালবাসার গল্প এর প্রথম প্রকাশনা ''ভালবাসার গল্প'' এর মোড়ক উন্মোচন । কবি মহাদেব সাহা মোড়ক উন্মোচন করেন । এ অনুষ্ঠানে ব্লগাররা ছাড়াও ফেসবুক পেইজের অসংখ্য লাইকার উপস্থিত ছিলেন । প্রথম দিনেই যেরকম বিক্রি হয় বইটি তাতে মনে হচ্ছে ২য় সংস্করণ লাগবে বইমেলায় । ফ্লাপ থেকে খেয়ালের বশে ফেসবুকে একটা পেইজ তৈরি করেছিলেন একজন।

আন্তর্জালের যেখানে যে ভালোবাসার গল্প পাওয়া যায়, সব কুড়িয়ে এনে জমাতেন সেখানে। কিন্তু একদিন এই খড়কুটো থেকেই পাখির বাসা হয়, আর সেই বাসায় এসে একে একে জমা হন প্রায় তিরিশ হাজার মানুষ। তারা ভালোবাসার গল্প বলেন, গল্প শোনেন এবং গুটি গুটি অক্ষরে সেই গল্পগুলো ছড়িয়ে দেন অন্যদের মাঝে। ফেসবুকে বাংলাদেশের অন্যতম সক্রিয় এই ‌"ভালবাসার গল্প" পেইজে প্রতিনিয়ত জমা হয় অনেক নতুন নতুন গল্প। এখানে প্রচলিত সাহিত্যের ব্যকরণ খুব একটা মানা হয় না, শুধু ব্যকরনহীন জীবনের অপার প্রেম অনুরিত হয়ে বাক্যে ও শব্দে।

এই তরুণ লেখকদের গল্পগুলোই মলাটবন্দি করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের প্রথম উন্মুক্ত কমিউনিটি ব্লগ-আমারব্লগ ডটকম এর প্রকাশনা প্রতিষ্ঠান-আমার প্রকাশনী। অসংখ্য গল্প থেকে বাছাই করা ১৫ টি গল্প নিয়ে প্রকাশিত হলো ভালোবাসার গল্প সিরিজের এই প্রথম বই। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। বাছাইকৃত এই গল্পগুলো আমাদের সময়ের কৈশোর আর তারুণ্যকে ধারণ করে। আমাদেরকে জীবনের গান শোনায়, ভালোবাসতে শেখায়।

আর তাই, 'ভালবাসার গল্প' আর 'আমারব্লগ'এর এই যুগলবন্দি পাঠকের ভালো লাগবে এ বিশ্বাস আমাদের আছে। কিভাবে বই পাবেন? আপনার সুবিধার জন্য বই সংগ্রহের তিনটি উপায় এখানে বিস্তারিত তুলে ধরা হল- ১। দেশের যেকোন প্রান্তে বসে বইটি পেতে পারেন নামমাত্র কুরিয়ার খরচ দিয়ে। নিচের অ্যাড্রেসে গিয়ে বইটি অনলাইনে অর্ডার করতে পারেন। দুই থেকে তিন দিনের মধ্যে বই পৌঁছে যাবে আপনার ঠিকানায়।

ঢাকা, নারায়ণগঞ্জ আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে যারা অর্ডার দিবেন, তারা দুই দিনের মাঝে বই ঘরের দরজায় পেয়ে যাবেন। অন্যান্য জায়গা থেকে অর্ডার দিলে highest ২-৫ দিনের মাঝে পেয়ে যাবেন। বইয়ের মূল্য= ১১৯+৩০ টাকা (৩০ টাকা কুরিয়ার খরচ) অর্ডার করতে এইখানে ক্লিক করুন - রকমারি যারা মোবাইল থেকে নেট ইউজ করেন তারা Customer Care এ কল করে বই কিনতে পারবেন। যোগাযোগ করুন - 01841-115115 ২। ঢাকার বাইরে রাজশাহী চট্টগ্রামে এবং সিলেটে আমাদের পেইজ প্রতিনিধিদের কাছ থেকে সরাসরি পেতে পারেন, আমাদের প্রথম প্রকাশনা "ভালবাসার গল্প"।

চট্টগ্রাম - 01671-310392 (সৌরভ) রাজশাহী- 01727-363601 (অনিক) সিলেট- 01713-454398 (রুবেল) ৩। ঢাকার অমর একুশে বইমেলা থেকে সরাসরি বই কিনতে পারবেন। আমার প্রকাশনী ৩৭৫ নাম্বার স্টল বইমেলা থেকে কিনলে কমিশন বাদে আকর্ষণীয় দামে বই পেতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.