আমাদের কথা খুঁজে নিন

   

copy protect ওয়েব পেজ সেভ করুন

ইমরান খান আজ আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব। যেটা আপনারা চাইলে আমার ওয়েবসাইটেও পরীক্ষা করে দেখতে পারবেন। তো যাই হোক, কাজের কথাই আসি। । বেশি প্যাচাল পারি আপনারা এমন কিছু ওয়েবসাইট দেখতে পারবেন, যেগুলোতে মাউসের রাইট ক্লিক(right click) অপশনটা ডিসাবল(disable) করা থাকে। এর কারনে ওই ওয়েবসাইটের কোন কিছু বা ওই ওয়েবপেজটা সেভ করতে পারা যায় না। কিন্তু আপনি চাইলে একটা javascript এর মাধ্যমে এই কাজটা করতে পারবেন। এইটা করতে হলে নিচের javascript কোডটা ওই পেজের এড্রেসবারে paste করুন। তারপর দেখুন আপনি খুব সহজেই ওই পেজ সেভ করতে পারবেন। জাভা স্ক্রিপ্ট কোডঃ javascript:void(document.oncontextmenu=null) সূত্রঃ আমার ওয়েবসাইট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।