আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে ভালবেসে, তোমাকে পাওয়ার আশায়

সন্ধ্যায় নীড়ের টানে সৃষ্টি সব ঘরে ফিরে, সাগর যেভাবে ডাকে নদীকে গোধুলীও তেমনি ফেরায় সৃষ্টিকে নীড়ে। নিঝুম নিশিতে নির্ঘুম সুফী মোনাজাতে অশ্রু ঝরায়, শাওযানা, রাবেয়া, বা ঈশীনিলী প্রেমাস্পদকে যেভাবে চায়। আপনার কোনো রং নেই প্রেমাস্পদকে পছন্দ ছাড়া, প্রেমের খাঁটি সংজ্ঞা এভাবে দিয়ে গছেন মরমিয়া সাধকেরা। প্রেমিকের সন্তষ্টি অর্জনেই প্রেমিকের একমাত্র ধ্যান ও জ্ঞান, অন্তরে অন্য কোনো ঘৃণা বা ভালবাসা খুঁজে আশেক নাহি পান। আমার চোখের দৃষ্টি দূর দিগন্তে খুঁজে পায় তোমাকে চৌদিকে সীমান্তে, অন্তর অসীম নিংসঙ্গতা আরও হয় গভীর যখন ডুবে যায় সবিতা। এক হাতে আগুন, অন্য হাতে জল প্রেমিক প্রবরের পরীক্ষার ফল নিভাতে চেয়েছিলাম নরক জ্বালিয়ে ছাই করতে চেয়েছিল স্বর্গ। বেহেশতের আশায় নয়, দোযখের ভয়ে নয়, তোমার প্রেমে যেন মাতোয়ারা হই তোমাকে ভালবেসে, তোমাকে পাওয়ার আশায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.