আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা টু চিটাগাং - ১৪ (হাটুভাঙ্গা)

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা । রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন ।

ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,, মাঝখানে অনেকদিন বন্ধের পর আবারো শুরু করলাম । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট ষ্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেষণ থেকে পরবর্তী ষ্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেষণের জন্য একটা করে পোষ্ট । এতে করে ষ্টেষণের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে । আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব ।

এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন সপ্তাহ'ই আমি হাটা বন্ধ করবো না । সামনে শুধুই দীর্ঘ পথ.......... কিছুক্ষণ পর পর আমাদের পাশ কাটিয়ে বিকট শব্দে চলে যাচ্ছে যান্ত্রিক অজগর.... স্বর্ণ বা শূন্য লতার ফুল । বাচ্চাগুলো কি করছে বুঝতে পারছেন তো ? দূরের গ্রাম থেকে রেল লাইন পর্যন্ত চলে এসেছে ছায়াঘেরা একটা চমৎকার মেটো পথ না খেয়ে আর কত হাটা যায়, তাই মোবাইল ঝালমুড়ির দোকানে...... বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এই ঝুড়িগুলো......সাধারণত এইসব বাঁসের হয়, কিন্তু এগুলো এক প্রকার ফাইবারে নির্মিত ।

ঝাল মুড়ির ঝাল দূর করার জন্য এর চেয়ে ভালো পানির উৎস আর কি হতে পারে জলপাই ডগায় বুলবুলি শুধুই সামনে হেটে চলা........ ফসল ঘরে তোলার আগে । জমিতে পানির সেচ ,,,,,,,, কোন একটি ফল ধূলি উড়িয়ে ছুটে চলা ট্রেন সামনেই মেথিকান্দা ষ্টেশন মেথিকান্দা ষ্টেশনের জ্যোতিষী, এটা নিয়া আগে আমার একটা পোষ্ট আছে, জ্যোতিষী গো জ্যোতিষী, হাত গুইনা করবা কি..... মেথিকান্দা ষ্টেশনের নামের আকারটা পোষ্টারের নীচে । পরবর্তি পর্ব হবে ধাকা টু চিটাগাং (মেথিকান্দা ) আগের পোষ্টঃ ঢাকা টু চিটাগাং - ১৩ (খানাবাড়ী)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.