আমাদের কথা খুঁজে নিন

   

গভীর অর্থনৈতিক সঙ্কটে কি বাংলাদেশ পড়তে যাচ্ছে

"আমি "মিগ ২৯ বিমান" চাইনা ,আমি চাই মানুষ উদ্ধার করার জন্যে সরকার যন্ত্রপাতি কিনুক আগে। তারপর না হয় যুদ্ধ বিমান কিংবা জাহাজ কেনা যায়। কয়েকশ কোটি টাকার একটা বাজেট করা দরকার , সরকার এবং আমাদের সকলের । যাতে ভবিষ্যতে আগুনে কিংবা ভবন ধসে যেন উদ্ধার কাজ সম্পূর্ণ করতে সহজ হয় । এখন যদি আমরা সোচ্চার না হই , আবার আমরা ভুলে যাবো এতগুলো মানুষের মৃত্যুর কথা ।

তাহলে আবার বহু মানুষ মারা যাবে আর আমরা দুঃখ করবো , স্ট্যাটাস দিবো । কোন লাভ হবেনা । ভবিষ্যতে বাংলাদেশে বড় ধরণের ভূমিকম্প হওয়ার আশংকা রয়েছে । এখনই আমাদের কিছু করা উচিত , তা না হলে বছর পার হয়ে যাবে ধ্বংস স্তুপ থেকে নিজেদের বাহির হতে । এদিকে আরও খারাপ খবর আছে ।

অনেক গার্মেন্টস অর্ডার ইদানীং বিভিন্ন কারণে বাতিল হচ্ছে। তাজরিন গার্মেন্টস এর কথা হয়ত অনেকের মনে আছে , তখন অনেক মানুষ মারা গেছে । আর গার্মেন্টস অর্ডারও বাতিল হয় । এভাবে একের পর এক গার্মেন্টস এর ওপর দুর্ঘটনা আসলে সামনে আরও অর্ডার বাতিল হবে । তখন এই গার্মেন্টস এর বড় লোক মালিকগুলোই কিন্তু কান্নাকাটি করবে ।

এছাড়া অনেক মানুষ এর কাজ এর ব্যাপার এর সাথে জড়িত । বাংলাদেশের সময়টা এখন আসলেই খারাপ যাচ্ছে । অনেক অর্ডার বাতিল হয়েছে , সংবাদপত্র মাধ্যমের দ্বারা আমরা তা জেনেছি । তাহলে কিন্তু সামনে বিদেশী মুদ্রার রিজার্ভ কমে যাবে । আর তা দেশের অর্থনীতিতে অনেক প্রভাব ফেলবে।

আরও খারাপ খবর আছে । সৌদিআরব থেকে হাজার হাজার বাংলাদেশীকে দেশে ফেরত পাঠাবে সে দেশের সরকার । কিছুক্ষণ আগে , যখন এই পোস্টটি লিখছি তখন আমার গ্রামের একজন আত্নীয় ফোন করল সৌদি আরব থেকে । এখান থেকে বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাচ্ছে । অতএব স্বাভাবিকভাবে দেশে রেমিটেন্স কমে যাবে , আর তা দেশের অর্থনীতি মারাত্নক প্রভাব ফেলবে ।

সামনের বছর হচ্ছে আমাদের দেশের নির্বাচনের বছর । সরকারী দল স্বাভাবিকভাবে নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে , আর দেশে রয়েছে রাজনৈতিক অস্থিরতা । যুদ্ধাপরধিরাও অস্থিরতা সৃষ্টি করছে নানাভাবে। সামনে আসলে বাংলাদেশকে একটা কঠিন সময় পাড়ি দিতে হবে । দোয়া করেন আল্লাহ্‌'র কাছে সবাই ।

"দেশ যে কি চায় আমি বুঝিনা, নিজের লাশ নিজে খুঁড়ি " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।