আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় রেলমন্ত্রী, বিষয়টির প্রতি তাৎক্ষণিক নজর দিন।

ঢাকা, বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০১২, ৩ ফাল্গুন ১৪১৮, ২২ রবিউল আউয়াল ১৪৩৩ হোম বিশাল বাংলা চিলাহাটিতে রেলের স্থাপনা নির্মাণ আটকে আছে নীলফামারীর চিলাহাটিতে রেলের নির্মাণাধীন চিকলাইন ও ওয়াশপিড (নীল ঘরটি) প্রথম আলো নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে শুরু হওয়া রেলের স্থাপনা নির্মাণের কাজ প্রয়োজনীয় টাকার অভাবে আটকে গেছে। রেলের পাকশী বিভাগীয় প্রকৌশলী আহম্মেদ হোসেন জানান, নীলফামারীর সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত বিভিন্ন স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, রেললাইন সিগন্যালসহ প্রায় ১৬০ কোটি টাকার কাজ চলছে। চিলাহাটিতে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। এদের মধ্যে আশরাফুল কবিরের কাজ প্রায় শেষ পর্যায়ে। ম্যাক্সের লাইন বসানোর কাজ ৬৫ শতাংশ ও আনারুল ইসলামের কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে।

গত বছর থেকে এসব কাজ শুরু হয়েছে। প্রকৌশলী আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে ৬০ কোটি টাকা ঠিকাদারদের দিয়েছি। চলতি অর্থবছরের জন্য আরও ৪০ কোটি টাকা বরাদ্দ চেয়েছি। কিন্তু টাকা না আসায় ঠিকাদারদের দিতে পারছি না। আগামী জুন মাস পর্যন্ত তাঁদের কাজের সময়সীমা আছে।

সময়মতো তাঁদের বিল দেওয়া না গেলে সময়সীমা বাড়াতে হতে পারে। ’ সরেজমিনে দেখা গেছে, চিলাহাটিতে ট্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণের জন্য নির্মাণাধীন চিকলাইন ও ওয়াশপিডের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া প্ল্যাটফর্মের কাজ, ১০০ ফুট যাত্রীছাউনি ও পানির ট্যাংক নির্মাণের কাজ শেষের দিকে। তবে লাইন বসানো, স্টেশন ভবন, জিআরপি পুলিশের ভবনসহ ১০ থেকে ১২টি ভবনের কাজ এখনো শুরু হয়নি। অটো-সিগন্যালের তার বসানোর কাজ শেষ হলেও সিগন্যাল বসানোর কাজ শুরু করা হয়নি।

চিলাহাটিতে চিকলাইন ও ওয়াশপিডের কাজে নিয়োজিত ঠিকাদার আশরাফুল কবিরের প্রতিনিধি লেবু মিয়া বলেন, ‘আমাদের কাজ এখন শেষ পর্যায়ে। পাম্প চালু হলে আমরা কাজ হস্তান্তর করতে পারব। ’ তিনি আরও বলেন, এখানে আরও দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। সময়মতো বিল না পাওয়ায় তারা কাজ বন্ধ রেখেছে। স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, ‘ওয়াশপিড ও চিকলাইনের কাজ এখন শেষ পর্যায়ে।

অন্যান্য কাজ প্রায় এক মাস ধরে বন্ধ আছে। এর কারণ জানি না। ’ তিনি আরও বলেন, এখানে লাইন ও স্থাপনা নির্মাণের কাজ শেষ হলে বেশ কিছু আন্তনগর ট্রেন সরাসরি ঢাকা, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করবে। এখান থেকে আপতত একটি আন্তনগর ট্রেন রাজশাহী ও একটি মেইল ট্রেন গোয়ালন্দ পর্যন্ত চলাচল করছে। আন্তনগর নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি থেকে ছাড়ার কথা থাকলেও সৈয়দপুর-ঢাকা রুটে চলছে; আর আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস নীলফামারী থেকে রাজশাহীতে চলাচল করছে।

Nanak Kanti Sen ২০১২.০২.১৫ ০৭:৩৪ [ আপনার মন্তব্য বিবেচনার জন্য অপেক্ষমান এবং সকলের নিকট প্রদর্শিত নয় ] মাননীয় রেলমন্ত্রী, অবিলম্বে নজর দিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.