আমাদের কথা খুঁজে নিন

   

কচ্ছপ

কেউই চির কাল বেঁচে থাকবে না, তাই কিছু করতে করতে অথবা করার চেষ্টায় মৃত্যুবরণই শ্রেয়। ১. সাতার কাটা একটা বিনোদন, যখন, খালে বিলে এত জল। টুপ করে জলের তলে এসে চারদিকে তাকালেই যেন মনে হয় সব কিছু সরল আর সাবলীল। নির্ভার হয়ে পড়ে মন। তাই বলে যে এখানে বিপদ আপদ নেই তা নয়।

তবে ডাঙার চেয়ে কম। আর যখন ঝামেলা আসে তার একটু আগাম আভাস দিয়েই আসে। তাছাড়া যখন বৃষ্টি হয় তখন একটু গভীর থেকে জলের ছাদের কাপুনি আরো আলো বাতাসের আন্দোলন দেখা সত্যই মোহনীয়। কতটুকুই বা আর দেখা হয়েছে দুনিয়ার; এত আস্তে চলে কী আর একজীবনে দুনিয়ার যা কিছু দেখার তা দেখে ওঠা যায়? যায় না। যে পাথর আস্তে গড়ায় তা গুড়োয় ভাল।

কচ্ছপদের এই-ই সান্তনা। এক কচ্ছপ যা দেখে তার পরের কচ্ছপ তা শোনে, এরপর সে শেষমাথা থেকে আবার দেখা শুরু করে। এভাবেই চলে। এতই ধীরে চলে যে একজনের মাথা থেকে আরেকজনের মাথায় তথ্য ঢালতেও বেশি কষ্ট পেতে হয়না। কচ্ছপদের জীবন বড়ই একঘেয়ে; তারা স্বপ্ন দেখে না।

(চলতে পারে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।