আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষকরা কেন দশ বছরেই গাধা বনে যান।।প্রমাণ হাতে নাতে।।

আগে শুনতাম দশবছর মাষ্টারি করলে তার সাক্ষ্য আর আদালতে নেওয়া হয়না। তখন সেই কথাটার মানে বুঝিনাই। আজ শুধু বুঝিইনা হাতে কলমে তার ব্যবহারিক দিতে হচ্ছে। যার মাধ্যমে নিজেকে ক্রমশ একটা উন্নততর প্রাণীতে রুপান্তরিত করছি। একটা সমাজে শিক্ষকশ্রেনি যদি অচল হয়ে যান তাইলে পুরো জাতিই নাকি অধপাতের অতল গহবরে নিমজ্জিত হয়ে যায় এটা আগের দিনের মুরুব্বিরা বলতেন।

আমি আসলে অতশত বুঝিনা। আমি টাকার জন্যে জব করি। টাকা আমার চাই অনেক টাকা। তাইত ক্লাশ হযবরল করে পার করে টিউশনিকেই প্রাধান্য দিচ্ছি। ঠিক পুজিবাজারের কল্যাণে অন্যেরা যেমন দুহাত ভরে টাকা উপার্জন করে আমারও তেমনি টাকা লাগবে।

নইলে যে ফ্যামিলিতে,প্রতিবেশীদের কাছে,এমন কি সমাজে আমার ইজ্জত থাকেনা। কেন আমি টাকা চাইবনা অভিভাবকরাওত শিক্ষকদের টাকা কম বলে তাদের আর আজকাল পাত্তা দেন না। তাইত শিক্ষকরা হাজারবার বলা স্বত্তেও তাদের কথাকে পাত্তা না দিয়ে নিজেদের ইচ্ছেমত মানুষ করার কথা ভাবেন। শিক্ষকের কথার চেয়ে নিজের সন্তানের ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে থাকেন। (কোন জাতি কখনই উঠে আসতে পারেনা, যদিনা তাদের উঠে আসার সঠিক পথ তারা না জানেন।

) আজকাল শিক্ষকরা যেমন ছাত্রদের নিয়ে কোন গা করেনা। তেমনি করেননা অভিভাবকরা। তার কয়েকটা নমুনা নীচে দেওয়া হল। এগুলো শুধু ক্লাশ টাইমকেই বিঘ্নিত করেনা শিক্ষককে পাগল হতেও সাহায্য করে। রকমারি শার্পনার।

বাহারি ইরেজার। মি। ক্লে মার্কা কলম। এইটারে কয় ঘড়ি। এইটা হল পেন্সিল বক্স।

এইটাও কিছুনা তারা কেবল পেন্সিল বক্স নিয়ে খেলছে। ভয় পাইয়েন না। এইটা আসল না দ্বিতীয় শ্রেণির বাচ্চার কাছ থেকে সীজ করা খেলনা পিস্তল। আমি শিক্ষক ক্লাশে মনোযোগ দেইনা আর আপনি অভিভাবক এসব পাত্তা দেন না। তাই মাসুম শিশুরা এসব নিয়ে খেলাধুলা করে।

কিন্তু আমি আর আপনি কি কখনও ভেবে দেখেছি,এই আমি আর আপনি অভিভাবক মিলেই সাগর আর রুনিকে হত্যা করার মত অমানুষ পয়দা করছি। । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.