আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষকরা কি মানসিক ভাবে প্রতিবন্ধি ????

তাশফী মাহমুদ

৫-৬ বছর আগে গভঃ ল্যাবরেটরি স্কুলের এক শিক্ষকে গুলি করে ২-৩ জন ছাত্র মেরে ফেলেছিল, একন মনে হচ্ছে কাজ টা সঠিক ছিল এবং সেই কাজ টা আবারো করতে হবে । সবার মনে প্রশ্ন জাগতে পারে কেন একজন মানুষ গড়ার কারিগর কে গুলি করে মারতে হবে ? কারণ তারা মানসিক ভাবে প্রতিবন্ধি, ৪-৫ জন মানসিক ভাবে প্রতিবন্ধি শিক্ষকের জন্য অন্য ভালো শিক্ষকের তো দুর্নামে ভাগিদার হতে দেওয়া যায় না। অনেকে বলতে পারেন তারা ছাত্র-ছাত্রীদের মারেন কারণ --- ১। রেজাল্ট ভাল করানোর জন্য স্কুল থেকে চাপ ২। ছাত্র-ছাত্রীর বাবা-মা'র চাপ ৩।

পোলাপাইন পড়া-লেখা করে না বরং ক্লাশে দুষ্টমী করে ৪। স্কুল এবং অভিভাবক যখন চাপ দিচ্ছে এবং পোলাপাইন পড়া-লেখা করছে না তখন আপনি কি করবেন?? ৫। ভাল পোলা-পাইন (ভাল ছাত্র-ছাত্রী) কে কেউ কখনও মেরেছে বলে শুনেছেন?, না মেরেও ভালো ভাবে বুঝে পড়াশুনা করানো যায়। আমার কাছে এমন অনেক উদাহরন আছে, বুয়েট-চুয়েট এর বর্তমান EEE, architect এর ভাল ছাত্র-ছাত্রী, SSc & HSC তে GOLDEN GPA 5 পাওয়া, তাদের উপর তাদের মহান শিক্ষাগুরুরা কিরকম মানসিক-শারীরিক নির্যাতন করত। শিক্ষকদের আরো শিক্ষার দরকার আছে।

তাই তাদের দিতে হবে কঠিন শিক্ষা । বাংলাদেশের মানসিক-শারীরিক নির্যাতন এর শিকার ছাত্র-ছাত্রী এক হও View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.