আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্নির দুষ্টুমি

জীবন কিন্তু একটাই তুলতুলের বয়স তিন থেকে সাড়ে তিন। সে তার নানী মানে,আমার মায়ের কাছে বড় হচ্ছে...তার কিছু মজার কথা বা দুষ্টুমির নমুনাঃ ১। হিন্দি কাহিনীঃ হিন্দি ডাবিং করা কার্টুন "ডোরেমন" দেখে সে তার নাম চেঞ্জ করে ফেলছে। তার প্রকৃত নাম "ফাবিহা সালাম",কিন্তু সে নিজেকে "ডোরেমন তুলতুল" দাবি করে... তার মা তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে"তুলতুল কেমন আছ?" সে বলে ----"ম্যায় তুলতুল নেহি হুঁ,ম্যা তু ডোরিমন হুঁ" শুনে আমি তাজ্জব। আমি তাকে বললামঃ"তুলতুল তুমি হিন্দি পার?" ----"হিন্দি আবার কি?" আসলে সে না জেনেই সব শিখে ফেলছে।

কি অসাধারণ বাচ্চাদের প্রকৃতি! ২। আম্মু একদিন নুডুলস বানাচ্ছে। আমি বলে দিলাম মরিচ যেন পরিমাণে বেশি থাকে। তুলতুল আমাদের কথা চুপচাপ শুনছিল,নুডুলস বানানো হবার পর দেখলাম,মরিচ বেশিই হয়ে গেছে। "ঝাল ত বেশি মনে হচ্ছে এবার" বলে আমি দু-একটা মরিচ বেছে ফেলে দিলা্ম,হঠাৎ দেখি,তুলতুল কি নিয়ে যেন ব্যস্ত,একটু পরে সে দুহাত ভর্তি করে বেশ কয়েকটা কাঁচামরিচ(রান্নাঘর তার নখদর্পণে) এনে আমার প্লেটে ঢেলে দিল।

আমি ত তাজ্জব,বললামঃ"কেন দিছ?আমার ত ঝাল লাগবে?" তুলতুলঃ" লাগুক,খাও,ঝাল খাই মরি যাও . . . "বলে সে কি হাসি। কান্ড দেখে আমি ,আম্মু দুজনে আর না হেসে পারলাম না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।