আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভাগ্নির প্রশ্নের উত্তর দিতে পারলাম না

কিছুক্ষন আগে খবর দেখার সময় আমার ভাগ্নি জিজ্ঞেস করল, “মামা, এই পান্জাবি পরা লোক গুলাই কি শয়তান?” তখন কিছু লোক দৈাড়াচ্ছিল। বুঝতে পারলাম না এরা কি শিবির কর্মী নাকি সাধারন মুসল্লি। আমি তার প্রশ্নের উত্তর দিতে পারিনি। ধর্ম নিয়ে রাজনীতি করার ফলে দাড়ি, পান্জাবি লেবাস হয়ে গেছে স্বাধিনতা বিরোধী উগ্র রাজনীতির পোষাক। ইসলাম শান্তির ধর্ম তা মনে প্রানে বিশ্বাস করি।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এই শান্তির ধর্মের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। মক্কা থেকে হিযরত করার সময় তিনি ছিলেন অশ্রুসিক্ত। মাতৃভূমির প্রতি তার ভালবাসা সবার জন্য দৃষ্টান্তসরুপ। কিন্তু হায়, আজ একি অবস্থা। অন্য ধর্মের মানুষদের কিভাবে বুঝাব ইসলামের শান্তি? যারা নাস্তিক তাদের সাথে যুক্তি দিয়ে কথা বলা যায় কিন্তু এই ধর্মের লেবাস পরিহিত তথাকথিত স্বার্থান্নেষী মুসলমানদের আপনি কি বলবেন? এই দেশের আলো, বাতাস, পানি খেয়ে তারা কিভাবে শহীদ মিনার ভাংচুর করে, কিভাবে জাতীয় পতাকা পুড়ায়? তারা নাকি জুমার নামাজ বের হয়েছে।

আল কোরআনের কোন আয়াত তাদেরকে এমন ধ্বংসের কথা বলল? আমি জাতীয় পতাকা মাথায় বাধি। জয় বাংলা স্লোগানে আমার গায়ের রোম দাড়িয়ে যায়। এরা আমার ইসলামের শত্রু, আমার দেশের শত্রু। আমার জিহাদ এদের বিরুদ্ধে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।