আমাদের কথা খুঁজে নিন

   

একটি চ্যাতা পোস্ট ( সামুর মোডুদের ভণ্ডামিতে ক্ষিপ্ত হয়ে )

কুয়াশার মত জীবন আমার... এই আছি তো এই নাই !! ভাবলাম আমার একটা ব্লগ হবে, আর ভাব মেরে দেখাব সবাইকে (আদৌ যদি ভাব মারার মত কোন ব্যাপার সেটা হয়) । লেখালেখির হাত কোন কালেই ছিলনা, আরও ভাল হাত তো দূরের কথা । তাই ভাবলাম লেখালেখি তোলা থাক, মানুষের সাধারণ-অসাধরন লেখাগুলি পড়ব আর ধুমসে কমেন্ট করব । আমি আবার কমেন্ট লেখতি পারি ভাল । পরে কমেন্টের উদ্বৃতি দিয়াই একটা মন্তব্য ব্লগ প্রকাশ করে ফেলব ।

ভাবতে ভাবতে খুলে ফেললাম একটা ব্লগ । এইবার হইল আসল ধাপ্পা ! ব্লগ দিয়া যখন অন্য লেখক-লেখিকাদের লেখা পড়ি, আর একটা কমেন্ট লেখতে যাই আমাকে বলে, "দুঃখিত" ! কিসের কি ঠেকাঠেকি করার জন্যে আমাকে ৭ দিন কমেন্ট করতে দেবেন না উনারা । আমাকে নাকি এই কয়দিন পর্যবেক্ষণ করে দেখবেন উনারা, আমি ব্লগ এর টার্মস্ আর কন্ডিশনস্ মান্য করে চলি কিনা । যাক এক বুক হতাশা আর মোডুদের গুষ্টি উদ্ধার করতে করতে এক সপ্তাহ পার করলাম । "আজকে ভরপুর কমেন্ট চালাচালি করব " , ভাবতে ভাবতে অষ্টম দিনে ঢুকলাম ব্লগে ।

ওরে তোর মায়েরে বাপ ! কিসের কমেন্ট চালাচালি, আর কিসের কি !!! আমাকে এখনও উনারা পর্যবেক্ষণ করে দেখছে । এই দেখাদেখির বিষয় দেখে আমি এই সিদ্ধান্তে উপনিত হইলাম যে, আমি একজন রূপবান যুবক ! রূপবান না হলে কি আর আমাকে কেউ এত দেখাদেখি করে ? তবে সামুর এই দেখাদেখির বিষয় দেখে আমি আরেকটি ব্যাপার সিউর হইছি, সামুর মোডূদের ম্যাচ-মেকিং টাইপ এর বিজনেস আছে কিংবা উনাদের মধ্যে কন্যা দায় গ্রস্ত পিতা/মাতা আছে । আমার দ্বিতীয় সপ্তাহের আজ শেষ দিন । আমি এখন পর্যন্ত কমেন্ট করার সুযোগ পাইলাম না । প্রিয় ব্লগার ভাই ও বোনেরা, এই ভাষার মাসে আমার ভাষা মোডুরা কেরে রেখেছেন ।

আমি এর বিচার চাই । তাতে যদি দেশ,থুক্কু ব্লগ একজন ভাষা সৈনিক অথবা শহীদ পায় তবে তাতেই সই । কিন্তু মোডুদের সামরিক শাসন আর মানিনা মানবনা । আমি, আমার এবং আমার মত যেই ব্লগি ভাই অথবা বোনদের মুখে সুপার গ্লু মেরে রাখা হয়েছে তাদের সবার বাক স্বাধীনতা চাই । এত যে ফালাফালি করলাম, তাতে লাভটা কি হইল ? আমার লেখা কার চউক্ষেই পরবে না ।

যাই হোক, আমি অন্তত ব্লগের বাক স্বাধীনতার ঘোষক তো হইতে পারলাম । আমার সাথে এই ব্যাপারে আর কারও ভাগ নাই । অন্য কেউ ক্ষমতায় আসলেও আমিই থাকব এই ঘোষণাকারি । বানান ভুলের ব্যাপারে মাফ চাই, আমি বুঝিনা প্রুফ রিডিং দেওয়ার পরেও আমার ক্যান এত ভুল বানান বেরায় ! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।