আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা দিবসে সবাইকে ভালোবাসা

D:\Picnic-2010\503.jpg ভালোবাসা হচ্ছে সার্বজনীন। ভালোবাসা হচ্ছে মানবিক এবং আবেগময়। নির্দিষ্ট কাউকে বিশেষভাবে ভালোবাসা একটি বিশেষ অভিজ্ঞতা। তবে জগতের সব সৃষ্টিকে আমরা সবসময় ভালোবাসি। আর ভালোবাসি বলেই জগতটা এতটা সুন্দর।

ভালোবাসা দিবস বলে আলাদা একটা দিনকে পালন করি। তাই বলে অন্যান্য দিনে আমাদের মাঝে ভালোবাসার বহি:প্রকাশ নেই, এটা বলা যাবেনা। অনেকেই সমালোচনা করে থাকেন- ভালোবাসা বলতে একটি বিশেষ দিবস (১৪ ফেব্রুয়ারি) পালন করি কেন? আমরা কী অন্যান্য দিন ভালোবাসা-বাসির মধ্যে থাকিনা? সমালোচকদের জবাবে বলা যায়- বছরের প্রতিটি দিন, প্রতিটি মূহূর্তেই জগতের সব সৃষ্টিকে ভালোবাসি, একে অন্যকে ভালোবাসি এবং অবশ্যই বিশেষ কোন মানুষকে বিশেষভাবে ভালোবাসি। বছরের একটি বিশেষ দিবস (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস হিসেবে পালন করলে দোষের তো কিছু নেই। প্রিয়জনকে, প্রিয় ব্যক্তিটিকে বিশেষভাবে ভালোবাসার কথা বলা কিংবা একটা উপহার দেয়ার সুযোগ আমরা নিতেই পারি।

এতে আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা কমে না বরং বৃদ্ধি পায়। এই তো ধরুন, আজ সকালে আমার কর্মস্থলেই গিয়েই প্রথমে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালাম- "ভালোবাসা দিবসে সবাইকে আন্তরিক ভালোবাসা" । এটা কী আমি অন্যান্য দিন বলি? এভাবে সবাই একে অন্যকে ভালোবাসা জানাচ্ছে। কী চমৎকার ব্যাপার। অন্য সময়ে হয়তো কারও সাথে বিভিন্ন কারণে মনোমালিন্য থাকায় এভাবে তার ভালোবাসার প্রকাশ পায় না।

এ বিশেষ দিবসটির কারণে হলেও ভালোবাসার এ বহি:প্রকাশ সম্ভব হয়ে থাকে। তাহলে এ বিশেষ দিবসটি পালন করলে দোষের কী? ভালোবাসা হচ্ছে একে অন্যের প্রতি শ্রদ্ধা, আন্তরিকতা, নিষ্ঠা ও স্নেহের বহি:প্রকাশ । আর সেটা হতে পারে- মানুষের প্রতি মানুষের ভালোবাসা, রাষ্ট্রের প্রতি ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা, প্রতিবেশীদের প্রতি ভালোবাসা, নিজ কর্মের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা, সৃষ্টির প্রতি ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা এবং নিজ ধর্ম ও অন্যান্য ধর্মের প্রতি ভালোবাসা ইত্যাদি। তাই সর্বদাই ভালোবাসা-বাসির সাথে থাকুন। নিজে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, অন্যকে ভালোবাসুন।

ভালো লাগবে। ভালো থাকবেন। আনন্দ পাবেন। জনম আপনার সার্থক হবে। সুতরাং আজ যারা ভালোবাসা দিবসটি পালন করছেন- তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং পরামর্শ থাকবে আপনাদের ভালোবাসা যেন দু'জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে।

জগতের সব সৃষ্টিকেই ভালোবাসুন। এই দিবসে আপনার প্রিয়তম কিংবা প্রিয়তমাকে ভালোবাসি কথাটি বলার পাশাপাশি আপনার মা-কে কথাটি বলুন, ভাইকে বলুন, বোনকে বলুন, আত্মীয়স্বজনকে বলুন, সহকর্মীদের বলুন এবং সৃষ্টির সৃষ্টিকর্তাকে বলুন। ভালোবাসা দিবসে সবাইকে আন্তরিক ভালোবাসা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.