আমাদের কথা খুঁজে নিন

   

নিঃশব্দ একাকি রাতে....

মুখের প্রতিবাদ মুখ হোক, হাতের প্রতিবাদ হাত হোক, লাঠির প্রতিবাদ লাঠি হোক, আস্ত্রের প্রতিবাদ অস্ত্রে হোক আর ব্লগিংয়ের প্রতিবাদ ব্লগিংয়ে হোক। জয় বাংলা! পুরাতন ঢাকার রাস্তাঘাটগুলো রাতের বেলাও কেমন জানি একটা ব্যস্ত থাকে। হুস হাশ করে করে ছুটে চলছে গাড়ী গুলো। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকলে কেমন যেন একটা অস্থিরতা চলে আসে মনের মাঝে। এখন অনেক রাত। এই গভীর রাতে নিজেকে কেন জানি বড়বেশি একা মনে হয়। খুব প্রিয় অথবা খুব কাছের কাউকে নিয়া ভাবতে ইচ্ছা হয়। প্রকৃতির এই নিয়মটা খুবই অদ্ভুত লাগে, কাউকে না কাউকে কোন একদিক দিয়ে অপূর্ণ রাখে। মাঝে মাঝে এই অপূর্ণতা-ই কেন জানি ভাল লাগে। যদি পূর্ণই হতাম তাহলে কি তাকে নিয়ে এতো ভাবনা আসতো? "Well many a night I found myself with no friends standing near All of my days I cried aloud I shook my hands What am I doing here All of these days For I look around me And my eyes confound me And it?s just too bright As the days keep turning into night"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।