আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটারের মাধ্যমে আরবী শিখার সহজ পদ্ধতী

সম্মানিত পাঠকবৃন্দ, আমার সালাম নিবেন। ব্লগ থেকে আমি অনেক কিছু জেনেছি এবং আমি অনেক শিখেছি। তাই আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে কিছু লেখার চেষ্টা করেছি। যেসব লেখা আমার নয় সেসব লেখার যথাযথ সোর্স উল্লেখ করা হয়েছে। প্রতিটি মুসলিম বাবা মা-ই তার সন্তানকে ছোটবেলা থেকেই আরবী শিখাতে চান।

তাই সন্তানকে আরবী ভাষায় দক্ষ করে তোলার জন্য আপনাকে গৃহ শিক্ষকের শরণাপন্ন হতে হয়। আর গৃহ শিক্ষক পাওয়া ও অনেক জামেলার। এবার আপনি-ই আপনার সন্তানের শিক্ষকের(আরবী) দায়িত্ব পালন করতে পারবেন। আর যদি আপনি সময় না ও পান, আপনার সন্তানকে একবার দেখিয়ে দিলে সে নিজে থেকেই শিখে নিতে পারবে। যদি আপনি আপনাদের ছেলেমেয়েদের আরবী শিখাতে চান অথবা নিজেই শিখতে চান তাহলে আপনার কম্পিউটারের মাধ্যমেই খুব সহজেই শিখে নিতে পারেন আরবী ভাষা।

এ জন্য আপনাকে সামান্য কিছু কাজ করতে হবে। সবার প্রথমে আপনাকে জেনে নিতে হবে যে আপনার কম্পিউটারে আরবি লেখা শো করে কি না। অনলাইনে আপনি আরবী সংক্রান্ত প্রচুর সাইট পাবেন্ । সেখান যে কোন একটি ওয়েব সাইট ভিজিট করে আপনি জেনে নিতে পারবেন আপনার পিসিতে আরবি লেখা শো করে কিনা। এজন্য আপনি নিম্নের এই ওয়েব সাইট ও ভিজিট করে দেখতে পারেন।

আপনি নিশ্চিত হয়ে নিন যে আপনার পিসি আরবি ফন্ট শো করে। www.al-watan.com কি-বোর্ড ব্যবহার করে আরবী টাইপ করা এবার আসুন জেনে নেয়া যাক কিভাবে আপনার কম্পিউটার কনফিগার করবেন প্রথমে.... Start menu Then select Control Panel, and then go to Regional and Language Options. Click on the “languages” tab and check the box for install files for complex script and right-to-left languages (including Thai) then click apply মনে রাখবেন আপনার এই কাজটি করতে আপনার উইন্ডোজ এর সিডি প্রয়োজন হবে। •Next, you have to select the language you want to display Go to the Start menu, select Control Panel, and then go to Regional and Language Options. Click on the “advanced” tab and select the language in the first box. Select Arabic (Egypt). •Next, Go to the Start menu, select Control Panel, and then go to Regional and Language Options. Click on the “languages” tab and then click Details Then Click add, select Arabic (Egypt) as input language এবার আপনার কাজ প্রায় শেষ। Go to the Start menu, select Control Panel, and then go to Regional and Language Click on the “languages” tab and then click Details and then click Key Settings এবার aply ok দিয়ে বের হয়ে আসুন। Now you are all set. এবার Ms Word Open করুন।

Shift and Alt key একসাথে চাপুন। দেখুন আরবি লেখা যাচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.