আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটারের সংখ্যা-২

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

অনেকদিন পর আবার কম্পিউটারের সংখ্যা নিয়ে লিখতে বসলাম। ধারাবাহিকতা রক্ষা করা নয়, কম্পিউটারের ব্যবহৃত বিভিন্ন সংখ্যা ও তাদের ফরম্যাটের সাথে সাধারণ মানুষকে পরিচিত করানোটাই আমার এই সিরিজের উদ্দেশ্য, সেটা করতে পারলেই খুশি হব। আমি ধরেই নিব এই পোস্ট নন-টেকনিক্যাল কেউ পড়ছেন, তাই সবকিছুই সেই দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করা হবে, টেকি ভাইয়েরা এসব জানেন, তাই তাঁদের কাছে আগে থেকেই 'ফালতু' পোস্ট দেয়ার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি! আজকে যেটা দেখাতে চাচ্ছি সেটা খুবই সাধারণ একটা কথা। আমরা সবাই মোবাইলে, বা কম্পিউটারের হার্ড ড্রাইভে বা RAM এ কোন না কোন ভাবে মেগাবাইট, গিগাবাইট কথাগুলো ব্যবহার করি। আজকাল, টেলিকমিউনিকেশন কোম্পানীগুলো ইন্টারনেট সেবা দিতে শুরু করার পর থেকে বোধহয় এক গিগা/পাঁচ গিগা কথাগুলোর ব্যবহার আরও বেড়ে গেছে।

..............এইপর্যন্ত পড়েই বিরক্ত হয়ে চলে যাবেন না, আমি ইন্টারেস্টিং একটি ব্যাপার দেখাব, যার জন্যেই এই ভূমিকা। বাইট, মেগাবাইট, গিগাবাইট ব্যাপারগুলো আসলে কী? আমরা জানি, কম্পিউটারের বা যে কোন ধরণের ইলেকট্রনিক ডিভাইসে সবকিছুকে ০ এবং ১ দ্বারা উপস্থাপন করা হয়। এই ০ এবং ১ আসলে দুটি ভোল্টেজ লেভেল। যাইহোক, একটি ০ বা একটি ১ কে বলা হয় একটি বিট এবং ৮ বিট মিলে হয় একটি বাইট। কোথাও এক বাইট বলা থাকলে আসলে বোঝান হয় সেখানে তথ্য ধারণ ক্ষমতা মাত্র আটটি বিট এর।

১০২৪ বাইট মিলে হয় ১ কিলোবাইট। অর্থাৎ, ১ কিলোবাইট=১০২৪*৮ বিট। মানে সেখানে ১০২৪*৮ সংখ্যক বিট রাখা যাবে। একইভাবে আমরা যদি তথ্য ধারণ ক্ষমতার কথা আরও বড় আকারে চিন্তা করি, তাহলে দেখব ১০২৪ কিলোবাইট=১ মেগাবাইট, ১০২৪ মেগাবাইট=১ গিগাবাইট ইত্যাদি। আমি জানি, খুবই বিরক্ত হয়ে উঠেছেন আপনি, ভাবছেন বাচ্চাদের জানা জিনিস কেন দিচ্ছে এই ছেলে? আপনার বিরক্তি দূর করার জন্যে এখন সামান্য নড়েচড়ে বসুন, এবার আপনাকে প্রশ্ন করার পালা।

বলুন দেখিঃ ১০২৪ গিগাবাইট=? নিশ্চয়ই বাঁকা হাসি হেসে উত্তর দিবেন ১ টেরাবাইট! আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার বলুন দেখি ১০২৪ টেরাবাইট=? এবার অনেকেই ধাক্কা খেয়েছেন, আমার যতদূর মনে হয়। আমরা অধিকাংশই টেরাবাইটের পরের বাইটের হিসাবগুলো আর জানি না, কারণ, আমাদের ব্যক্তিগত কম্পিউটারে তথ্য ধারণ ক্ষমতার প্রয়োজনীয়তা এখনও টেরাবাইট রেঞ্জে যায় নি। কিন্তু অনেক বড় একটা ডেটাবেইজের কথা ধরুন, যেখানে বিশ্বের সব মানুষের পূর্ণাঙ্গ বায়োডাটা রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের গিগাবাইট রেঞ্জটা খুবই হাস্যকর ও সামান্য হয়ে যাবে, তখন রেঞ্জের হিসাবটা অনেক বড় করে দেখতে হবে।

আমরা আজকে মূলত সেটাই দেখব, কত বড় আসলে কম্পিউটারের সর্বাধুনিক তথ্যধারণ ক্ষমতা! নিচের ছকটি দেখুন। . 1 Bit = Binary Digit · 8 Bits = 1 Byte · 1024 Bytes = 1 Kilobyte · 1024 Kilobytes = 1 Megabyte · 1024 Megabytes = 1 Gigabyte · 1024 Gigabytes = 1 Terabyte · 1024 Terabytes = 1 Petabyte · 1024 Petabytes = 1 Exabyte · 1024 Exabytes = 1 Zettabyte · 1024 Zettabytes = 1 Yottabyte · 1024 Yottabytes = 1 Brontobyte · 1024 Brontobytes = 1 Geopbyte · 1024 Geopbyte = 1 Saganbyte · 1024 Saganbyte = 1 Pijabyte · 1024 pijabytes = 1 Alphabyte. . 1024 Alphabytes = 1 Kryatbyte. এবার নিশ্চয়ই আপনার বিরক্তি কেটেছে? ক্রেয়াটবাইট টা চার সপ্তাহ আগে মাত্র বের করা হয়েছে, এই মূহুর্ত পর্যন্ত এর চেয়ে বড় কোন তথ্যধারণক্ষমতা পৃথিবীতে প্রয়োজন হচ্ছে না, আগামীকালকের কথা আমি জানি না! এবার বলুন, কেমন লাগল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.