আমাদের কথা খুঁজে নিন

   

সিম্বিয়ান ফোন ব্যবহারকারিদের জন্য অসাধারণ একটি ইমেইল সপ্টওয়ার

মানুষকে তার মেধা ও বিবেক দিয়ে মুল্যায়ন করুন, তার পায়ের মাটি দিয়ে নয় । আমাদের অনেকের অনেক ইমেইল আইডি আছে,হয়ত কাজের চাপে সবগুলো ইমেইল চেক করা হয়না, অনেক সময় দরকারি ইমেইল সমূহ দেখা থেকে বঞিত হই, এই জন্য এখন আমি যেই সপ্টওয়ারটা শেয়ার করব সেটা দিয়ে আপনি অসংখ্য ইমেইল চালু রাখতে পারবেন । সপ্টওয়ারটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন http://gallery.mobile9.com/f/1906967 (ডাউনলোড) তারপর ইন্সটাল করে নিন । এখানে আপনি জিমেইল , ইয়াহু সব মেইল ইউস করতে পারবেন । পদ্ধতি সহজ , সপ্টওয়ারটি ওপেন করে সেটিংস থেকে নিউ মেইল বক্স ক্লিক করে আপনার আইডি ও পাসওয়াড দিন, এভাবে যত খুশি ইমেইল যোগ করতে পারবেন । আমি চারটা ইউস করি, আপনি এই কাজটি আপনার ডিপল্ট এসএমএস থেকেও করতে পারবেন , আমি ই৭১ এর মাধ্যমে বুজাচ্ছি, জাস্ট মেসেস থেকে অপশন , সেটিংস ক্লিক করে ইমেইলে ক্লিক করুন । এখানে অপশন থেকে নিউ মেইল বক্স ক্লিক করে আপনার ইমেইল পাসওয়াড দিন, এভাবে তিনটি করার পর উপরে আলোচিত সপ্টটি নকিয়া নিজ থেকে ডাউনলোড করা শুরু করবে, অপশন থেকে রেট্ট্রিব সময় সেট করে দিলে এটি নিজ থেকে ইমেইল চেক করবে, বরাবরের মত মোবাইল থেকে, ভুল ত্রুটি হলে মাপ চাই , কারো উপকার হলে আমার ক্ষুদ্র প্রয়াস ধন্য হবে । এটি প্রথম আমার সাইটটিতে দেওয়া হয়েছে http://techbarta2012.co.cc

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।