আমাদের কথা খুঁজে নিন

   

সিম্বিয়ান, জাভা, এন্ড্রয়েড, উইন্ডোজ মোবাইল থেকে কোনপ্রকার ফন্ট-সাপোর্ট ছাড়াই অপেরা মিনি'তে "অভ্র ফোনেটিক লে-আউট" ব্যবহার করে অতি সহজেই লিখুন বাংলা! {সাথে অপেরা মিনির একটা "মোস্ট ওয়ান্টেড" টিপস্ ফ্রী!!}

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺ আগে একটা সময়ে মোবাইলে বাংলা দেখা নিয়ে আমাদের চিন্তা করতে হতো।

হাজারটা ফোরাম, ব্লগ সাইটে যেতে হতো "কিভাবে মোবাইলে বাংলা দেখতে হয়" সেটা জানতে। কিন্তু অপেরা মিনি'র কল্যাণে এখন আমরা মোটামুটি সেই ঝামেলা থেকে মুক্ত। অতি সহজেই বাংলাকে দেখতে পারি আমরা যেকোন জাভা সমর্থিত মুঠোফোনের মাধ্যমে। কিন্তু বাঙালীর তৃষ্ণা এতো সহজে নিবারণযোগ্য বস্তু নয়! দেখতে পারলে হবেনা, আমরা মোবাইলে বাংলা লিখবো। ।

পোষ্টের শিরোনামেই বলেছি যে এতে ইচ্ছাশক্তি এবং ইচ্ছার প্রয়োজন আছে। কথা আর না বাড়িয়ে পোষ্টের মূল বিষয়বস্তুতে ফিরে যাই। আগে আরোও একটা কথা বলবো: অপেরা মিনিতে বাংলা দেখার উপায় এখনো যারা জানেন না তাদের জন্যে পদ্ধতিটা বলে দেয়া আছে পোষ্টের একেবারে শেষে। এবার বলি কিভাবে লিখবেন: ১. writebangla.com ঠিকানায় যাবেন অপেরা মিনি থেকে। ২. ক্লিক করবেন "Write Bangla On Mobile" এ ৩. তারপর ক্লিক করবেন "Write Avro Phonetic Bangla (V 2)" তে।

৪. এবার পাবেন ইনপুট এবং আউটপুট বক্স। ইনপুট বক্সে ব্যাংলিশে লিখবেন। লেখাটা শেষ হলে নিচের আউটপুট বক্সে চারকোণা কিছু বক্স দেখাবে (কারণ আপনার মোবাইলে বাংলা ফন্ট সাপোর্ট নেই) আর আউটপুট বক্সের নিচে দেখতে পারবেন আউটপুট বক্সে যা লেখা আছে! আউটপুট বক্সের লেখাটিকে কপি করে যেকোন জায়গায় পেস্ট করে দেবেন। এভাবে করে ব্লগিং, ফেসবুকিং সব করা সম্ভব হবে নিমেষেই। * আর হ্যা, ভুল করে থাকলে ইনপুট বক্সে ক্লিক করে ভুলের জায়গাটায় গিয়ে ঠিক করে নেবেন।

** উপরে থাকা কি-ম্যাপ বাটনে ক্লিক করলে লে-আউটটা দেখতে পারবেন। আপনাদের সুবিধার্থে পিসি থেকে লে-আউটটার একটা ক্যাপচার তুলে এখানে দিয়ে দিলাম। । অপেরা মিনিতে বাংলা দেখার পদ্ধতি:: প্রথমে অপেরা মিনি চালু করে এড্রেসবারে লিখবেন, "about:config"। GO -তে ক্লিক করলে নতুন যে পেইজটা আসবে তার একেবারে শেষে দেখবেন লেখা "Use bitmap fonts for complex scripts"।

এটাকে ইয়েস করে দেবেন। তারপর সেইভ করে বের হয়ে আসলেই বাংলা দেখা যাবে আপনার অপেরা মিনিতে! (অবশ্যই মোবাইলে কোনপ্রকার বাংলা ফন্ট ছাড়াই!) ######বোনাস###### ((এটা কোন মোবাইল অপারেটরের বোনাস অফার না)) অপেরা মিনির একটা ব্যাপার অনেকসময়ই বিরক্তির উদ্রেক ঘটায়। তা হলো: কোন ইনপুট বক্সে (ফেবুর কমেন্ট/স্ট্যাটাস লেখার সময়) সেই পেইজটা আবারো লোড নেয়। এটাও চাইলে বন্ধ করা সম্ভব! নিচের ধাপগুলো অনুসরণ করুন। ।

প্রথমে অপেরা মিনি চালু করে এড্রেসবারে লিখবেন, "about:config"। GO -তে ক্লিক করলে নতুন যে পেইজটা আসবে তার মাঝামাঝি দেখবেন লেখা "Site patches and user-agent masking"। এটা "NO" করে দিন। (((((সকল ক্যাপচার নেওয়া হয়েছে "নোকিয়া ই৭১" থেকে। ব্যবহৃত অপেরা মিনির ভার্সন হলো ৭ (নেক্সট)।

তবে ভার্সন নাম্বারে কিছু আসে যায়না। অপেরা মিনির যেসকল ভার্সনে বাংলা দেখতে পারবেন সে সকল ভার্সনে লিখতেও পারবেন। ))))) সবাই ভালো থাকবেন -হ্যাপ্পি হ্যাপ্পি ব্লগিং ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।