আমাদের কথা খুঁজে নিন

   

কাবুলের ক্যারাভান সরাই

“ইস্তামবুল বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে ঘন্টা আষ্টেক বসে থাকতে তেমন একটা অসুবিধা হয় না। আফগানিস্তান সম্পর্কে প্রকাশিত বিস্তর পুথিঁপত্র ঘেঁটে প্যারাগ্রাফগুলো হাইলাইট করে, তার হাশিয়ায় টীকা-টিপ্পনী লিখে সময় কাটাচ্ছি। কিছুক্ষণ পরপর আমার তাবত মালসামানের ওপর দিয়ে খানা তল্লাশি চলছে। সুতরাং তা না না না করে বাকি রাতটুকু কাটিয়ে দেওয়ার উপায় নেই। ঘন্টা খানেক আগে একজন ইমিগ্রেশন অফিসার আমার ব্যাকপ্যাকের যাবতীয় পুস্তক, জার্নাল, নোটবুক ইত্যাদি তছনছ করে গেছেন।

আমার পাসপোর্ট বাংলাদেশি বলে দারুণ ভেজাল হচ্ছে। বাংলাদেশি পাসপোর্টের স্বত্তাধিকারী হওয়া আন্তর্জাতিক আইনে অপরাধ নয়, এ দেশে জন্মগ্রহণও গুনাহখাতার পর্যায়ে পড়ে না। ..গেষ্টহাউসের নাম ক্যারাভান সরাই। গোলাব ও নার্গিস ফোটা বিশাল অঙিনার দুই পাশে দুটি চকমিলান ইমারত। তবে কামরাগুলো পুরোনো দিনের পালতোলা জাহাজের কেবিনের মতো অপ্রশস্ত।

“ -এমনই হাজারও কথায় ঠাসা। নানা কাহিনীর মর্মন্তদ, কৌতূহলোদ্দীপক ও সরস বর্ণনা। কাবুলের ক্যরাভান সরাই। এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে। স্রেফ একটি ভ্রমন কাহিনী! নাকি, আরোও কিছু।

ত্রিমাত্রিক ছবির মতো। বহু মাত্রায় উদ্ভাসিত। পাঠকের জন্য মঈনুস সুলতান এর অনন্য এক উপহার। যেন নতুন সময়ে, নতুন পরিবেশে সৈয়দ মুজতবা আলীরই আবির্ভাব.....! http://www.prothom-alo.com/detail/news/217849 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।