আমাদের কথা খুঁজে নিন

   

মাযার যেয়ারত করা যদি মাযার পুজা হয়,শির্ক বিদাত হয় তাহলে হেফাজতীরা কেন একজন মাযার পুজারীকে ভোট দিতে বলেছে?

যারা মাযার যেয়ারত করে তাদেরকে ওহাবী হেফাজতীরা মাযার পুজারী বলে গালমন্দ করে, এগুলোকে শির্ক,বিদাত বলে । কিন্তু মজার বিষয় হল, এই মুনাফেক ওহাবী হেফাজতীরা বিগত কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া চারটি সিটি নির্বাচনে মাযার পুজারীকেই ( ওহাবী হেফাজতীদের ভাষায়) ভোট দিয়েছে । হেফাজতীরাতো প্রকাশ্যেই প্রতিটা সিটিতে একজন মাযার পুজারিকে (১৮ দল সমর্থিত প্রার্থী) ভোট দিতে বলেছে । আওয়ামীলীগ ও বিএনপির উভয় প্রার্থীই সিলেট সিটিতে হযরত শাহজালাল রহঃ, রাজশাহীতে হযরত শাহমাখদুম রহঃ, খুলনায় হযরত খানজাহান আলী রহঃ ও বরিশালে হযরত হোছেন ফকির রহঃ এর মাযার শরীফ যেয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন । যদি মাযার যেয়ারত করা যদি মাযার পুজা হয়,শির্ক বিদাত হয় তাহলে আপনারা (হেফাজতীরা) কেন একজন মাযার পুজারীকে ভোট দিতে বলেছেন ? আপনারা হেফাজতীরা তো বলতে পারতেন যারা যারা মাযার পুজা (হেফাজতীদের ভাষায়)করে নিবাচনী প্রচারণা শুরু করেছেন তাদেরকে কেউ ভোট দিবেন না । কিন্তু হেফাজতীরা নিজেদের দুনিয়াবী স্বার্থে একজন মাযার পুজারীকেই (১৮ দল প্রার্থী) প্রকাশ্যে ভোট দিতে বলেছেন । আসলে হেফাজতীরা এইরকমই মুনাফেক, অন্যের স্বার্থের বেলায় যা হারাম,তাদের নিজেদের জন্য তা হালাল হয়ে যায় !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।