আমাদের কথা খুঁজে নিন

   

ভুলে যাওয়ার সময়...

দূর! সাগর ও রুনী নিয়ে আজ মাতামাতি৷ ওরা মারা গেছে সদ্য, মাত্র গতকাল৷ তাদের ভুলে যাওয়ার জন্য মাঝখানের সময়টা বড্ডই কম৷ কিন্তু মনে আছে কি শাহীন ও শম্পার কথা? মাত্রই দেড় বছর আগে, ২০১০ এর জুন মাসে এই দম্পতি চলে গিয়েছিলো বাসের চাকায় পিষ্ট হয়ে৷ সাথে চলে গিয়েছিলো তাদের অনাগত সন্তানও৷ তখন ঠিক এমনই মাতামাতি হয়েছিলো তাদের মৃত্যু নিয়ে৷ কিন্তু আজ ক'জন মনে রেখেছে সে কথা? তাদের মৃত্যুর কোনো বিচার হলো কি হলো না সে কথা আজ জানতে চায় ক'জন? মাঝখানের এই দেড় বছরে আরো কতজন এমন সব অস্বাভাবিক পথ ধরে চলে গেছে, সেই সব চলে যাওয়া নিয়ে কতো লেখার পর লেখা এসেছে ব্লগগুলোতে, তার কয়টা আমাদের মনে আছে? কোথায় সেইসব প্রতিবাদ? তাহলে ভুলে যেতে আমাদের ক'দিন লাগে? এক বছর? এক মাস? নাকি আরো কম? বোধহয় সাতদিন৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.