আমাদের কথা খুঁজে নিন

   

Political ছেলে মানুষি

অন্জন দত্তের একটা গান মনে পরছে "আরো দুটো ছেলেমেয়ের বয়স বেড়ে যাবে, আরো দুটো দিনের অবশান। আমার ছেলে মানুষি টা আঁকড়ে ধরে রেখে, গাইবো আমি ভালবাসার গান"। গানের প্রেক্ষাপট পালটে গেছে। এখন নতুন করে গাইতে হবে "আরো দুটো ছেলেমেয়ের জীবন চলে যাবে, আরো দুটো জীবনের অবশান। নেতারা তাদের ছেলেমানুষি টা আঁকড়ে ধরে রেখে, গেয়ে যাবে শেই নির্লজ্জ গান"।

দুটো জীবন ঝরে গেল। পত্রিকায় লিখালিখি হবে। আমরা ব্লগ-এ আমাদের ক্ষোভ জানাব। সূশিল সমাজ কলাম লিখবেন। টক-শো তে আগুন ঝরবে বক্তাদের কন্ঠে।

মন্ত্রিরা ৪৮ ঘন্টার ultimatum দিবেন। পক্ষের লোকেরা ultimatum এ খুশি হয়ে বাহবা দিবে। এবং কিছুদিন পর নতুন কোন ঘটনার জন্মের সাথে এই ঘটনা যখন চাপা পড়ে যাবে তখন আমাদের নেতারা বগল বাজিয়ে নির্লজ্জের মতো বলবে "Law and order situation is far better than any time in the past"। পরিশেষে মনের সবটুকু ক্ষোগ প্রকাশ করে বলতে চাই "সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির হত্যাকারির ফাঁশি চাই"। যদিও জানি, political involvement থাকলে এই হত্যাকান্ডের বিচার কখনই হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।